KBC 13: বিগ বি-র সামনে কান্নায় ভেঙে পড়লেন জেনিলিয়া ডিসুজা এবং রীতেশ দেশমুখ
ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহ করতে কুইজ শোয়ে খেলছিলেন তাঁরা। শো চলাকালীনই অমিতাভ বচ্চনের সামনে কান্নায় ভেঙে পড়লেন এই দম্পতি।
![KBC 13: বিগ বি-র সামনে কান্নায় ভেঙে পড়লেন জেনিলিয়া ডিসুজা এবং রীতেশ দেশমুখ Kaun Banega Crorepati 13: Genelia D’Souza, Riteish Deshmukh break down before Amitabh Bachchan KBC 13: বিগ বি-র সামনে কান্নায় ভেঙে পড়লেন জেনিলিয়া ডিসুজা এবং রীতেশ দেশমুখ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/28/050b9077e331b56820fd3ecbfba2c8f4_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'। বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) সঞ্চালনায় প্রতিটা এপিসোডই জমজমাট হয়ে ওঠে। সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি কুইজ শোয়ে আসেন তারকারাও। দীপিকা পাড়ুকোন, ফারাহ খান, জ্যাকি শ্রফ, সুনীল শেট্টি, বীরেন্দ্র সেহবাগ, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো তারকারাও বিগ বি-র চোখা চোখা প্রশ্নের মুখোমুখি হন। তেমনই তারকা প্রতিযোগী হিসেবে 'কৌন বনেগা ক্রোড়পতি'-র হট সিটে এসেছিলেন বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি জেনিলিয়া ডিসুজা এবং রীতেশ দেশমুখ। ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহ করতে কুইজ শোয়ে খেলছিলেন তাঁরা। শো চলাকালীনই অমিতাভ বচ্চনের সামনে কান্নায় ভেঙে পড়লেন এই দম্পতি।
আরও পড়ুন - Shahid Kapoor Next Movie: স্পোর্টস ড্রামার পর কি অ্যাকশন মুভিতে দেখা যাবে শাহিদ কপূরকে?
সাধারণ প্রতিযোগী থেকে তারকা প্রতিযোগী, প্রত্যেকের জীবনে কতই না গল্প লুকিয়ে রয়েছে। যেমন আগে একটি এপিসোডে এসে দীপিকা পাড়ুকোন তাঁর অবসাদে আক্রান্ত হওয়ার দিনগুলোর কথা শেয়ার করছিলেন। যখন তিনি অবসাদে আক্রান্ত হন, সেই সময়ে তাঁর মানসিক অবস্থা কেমন ছিল, কীভাবেই বা তিনি অবসাদের হাত থেকে মুক্তি পেলেন, সমস্ত কিছু দর্শকদের সামনে তুলে ধরছিলেন। এভাবেই অন্যান্য তারকারা নিজেদের নিজেদের জীবনের অজানা গল্প 'কৌন বনেগা ক্রোড়পতি' শোয়ের মঞ্চে দর্শকদের সামনে তুলে ধরেছেন।
আরও পড়ুন - কার মধ্যে নিজের 'স্পিরিট অ্যানিম্যাল' খুঁজে পেলেন অভিনেতা রণবীর সিংহ?
ক্য়ানসার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য ফান্ড সংগ্রহ করতে 'কৌন বনেগা ক্রোড়পতি'তে খেলতে এসেছিলেন জেনিলিয়া ডিসুজা এবং রীতেশ দেশমুখ। জনপ্রিয় কুইজ শোয়ে ক্যানসার আক্রান্ত শিশুদের একটি ভিডিও দেখানো হয়। আর তা দেখেই আবেগপ্রবণ হয়ে পড়েন তাঁরা। বলিউডের অন্যতম চর্চিত জুটি কান্নায় ভেঙে পড়েন বিগ বি-র সামনে। রীতেশ দেশমুখ বলেন, 'শিশুগুলোর উপর কতটা কষ্ট বয়ে যায়, তা আমরা অনুভব করতে পারব না।'
প্রসঙ্গত, ২০১২-তে রীতেশ দেশমুখকে বিয়ে করেন জেনিলিয়া। বলিউডের এই জনপ্রিয় দম্পতির দুই সন্তানও রয়েছে। 'তুঝে মেরি কসম' নামে একটি ছবিও তাঁরা দুজনে একসঙ্গে করেছেন।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)