Kathamrito: কৌশিক-অপরাজিতার দাম্পত্যে কথা নেই, আছে সুরে বাঁধা ভালোবাসার গল্প
Kathamrito Trailer: আজ মুক্তি পেল জিৎ চক্রবর্তী পরিচালিত ছবি কথামৃত-র ট্রেলার। এই ছবির সৌজন্যেই পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন অপরাজিতা আঢ্য আর কৌশিক গঙ্গোপাধ্যায়।
কলকাতা: এই ছবির কেন্দ্রীয় চরিত্রের কোনও সংলাপ নেই, তাই কি সেই খামতি পূরণ করে দিল মনভরানো সুর? সদ্য মুক্তি পাওয়া কথামৃত (Kothamrito)-র ট্রেলারে যেমন রইল অসম্পূর্ণ এক দাম্পত্যের সম্পূর্ণ গল্প, তেমনই রয়ে গেল মন ছোঁয়া সুর।
আজ মুক্তি পেল জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty) পরিচালিত ছবি কথামৃত (Kothamrito)-র ট্রেলার (Trailer)। এই ছবির সৌজন্যেই পর্দায় প্রথমবার জুটি বাঁধছেন অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) আর কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)। এই ছবির গল্প অনুযায়ী, কথা বলতে পারেন না কৌশিক। আর তাই একটি ছোট্ট লাল ডায়েরিতে নিজের মনের কথা লিখে রাখেন তিনি। সেই ডায়েরিরই নাম 'কথামৃত'। ট্রেলারের শেষে একটা ভারি সুন্দর সন্ধিবিচ্ছেদ শোনা যায় এই ছবির নামের। কথা না বলেও সে সুন্দর করে সাজিয়ে নেওয়া যায় দাম্পত্য, একজনের কথা বলা যায় দুজনে... সেই গল্পই শোনাবে কথামৃত।
আরও পড়ুন: Deepika Padukone: বিমানবন্দরে একা অভিনেত্রী! রণবীর-দীপিকার সম্পর্কে ফাটল?
গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, নিজেদের পাড়ার আদর্শ স্বামী-স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার। তাঁদের এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ। সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের বাব বুঝতে পারেন। তবে, মনের কথা বলার জন্য় তিনি একটি পকেট ডায়রি সবসময় সঙ্গে রাখেন। সেই ডায়রিটিকেই তিনি 'কথামৃত' নাম দিয়েছেন।
অন্যদিকে, ওই পাড়ারও আর এক দম্পতি বাবুন (বিশ্বনাথ বসু) এবং অনন্যা। কিন্তু তাঁদের মধ্যে সারাক্ষণই অশান্তি লেগে থাকে। কথাবার্তার অভাবের জন্য এবং একে অপরকে বোঝাপড়ার অভাবের জন্য তাঁদের বিবাহিত জীবনে শান্তি নেই। দুই দম্পতির সম্পর্ক দেখা যাবে 'কথামৃত' ছবিতে।
View this post on Instagram