এক্সপ্লোর
Advertisement
টুকটুকে লাল পোশাকে ক্যাটওয়াক ক্যাটরিনার, সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন ভিডিও
আগামী সিনেমা 'সূর্যবংশী' নিয়ে ইদানিং টিনসেল টাউনে আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এরইমধ্যে তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে।
মুম্বই: আগামী সিনেমা 'সূর্যবংশী' নিয়ে ইদানিং টিনসেল টাউনে আলোচনার কেন্দ্রে রয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এরইমধ্যে তাঁর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজর কেড়েছে। ভিডিওতে ক্যাটরিনাকে টুকটুকে লাল পোশাকে ক্যাটওয়াক করতে দেখা গিয়েছে। এই পোশাকে দারুণ ঝলমলে দেখিয়েছে ক্যাটরিনাকে। এই ভিডিও অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।
লাল কার্পেটে লাল পোশাকে ক্যাটরিনা তাঁর ক্যাটওয়াকে দেখিয়েছেন গ্ল্যামারের বিচ্ছুরণ। ভিডিওতে দেখা গিয়েছে, সিঁড়ি থেকে নেমে সাবলীল ভাবে মার্জার সরণী বেয়ে এগিয়ে আসছেন তিনি। হাওয়ায় উড়ছে তাঁর উন্মুক্ত কেশরাশি। ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তাঁর অনুরাগীরা ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়ার মাধ্যমে তাঁদের অনুভূতির কথা জানিয়েছেন।
ভিডিও-র ক্যাপশনে ক্যাটরিনা লিখেছেন, আমার অন্যতম পছন্দের ক্যাম্পেনের প্রত্যাবর্তনের জন্য তৈরি রেড কার্পেট। এবার কিন্তু রয়েছে একটা ট্যুইট...সেটা কী তা বলতে পারেন?
কয়েকদিন আগে 'সূর্যবংশী'-র সেটের ভেতরের ছবি সামনে এসেছিল। সেখানে তাঁর সিনেমার হিরো অক্ষয় কুমারের সঙ্গে বাইকে দেখা গিয়েছিল। এছাড়াও একটা ছবিতে তাঁকে সেটে ঝাড়ু দিতে দেখা গিয়েছিল। রোহিত শেট্টির পরিচালিত এই সিনেমা আগামী ২৭ মার্চ মুক্তি পাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement