Kaushik Sen: প্রথমবার কবিতার অ্যালবামে অভিনয়ে কৌশিক সেন, মুক্তি পেল, 'এটা তোমার জন্য'
এই প্রথমবার কোনও কবিতার অ্যালবামে অভিনয় করছেন কৌশিক সেন! দেবযানী মিত্রের কবিতা ও আবৃত্তির অ্যালবাম 'এটা তোমার জন্য'-তে অভিনয় করেছেন কৌশিক সেন (Kaushik Sen)।
কলকাতা: এই প্রথমবার কোনও কবিতার অ্যালবামে অভিনয় করছেন কৌশিক সেন! দেবযানী মিত্রের কবিতা ও আবৃত্তির অ্যালবাম 'এটা তোমার জন্য'-তে অভিনয় করেছেন কৌশিক সেন (Kaushik Sen)।
গল্পটা প্রেমের। খুব সাদামাটা প্রেমের। প্রিয় মানুষকে নিয়ে লিখতে গিয়ে পাতার পর পাতা নষ্ট করছে একটি মেয়ে। অন্যদিকে নিজের খেয়ালে ব্যস্ত সেই প্রেমিকের চোখেই পড়ছে না তার লেখা। অজান্তেই গলে পড়ে যাচ্ছে বইয়ের ভাঁজে রাখা চিরকুট। পরে মাটিতে পড়ে থাকা চিরকুট খুঁজে পাচ্ছে সেই প্রেমিক। পড়তে পড়তে তারও মনে পড়ে যাচ্ছে প্রিয় মানুষের কথা। ছোট্ট ভিডিও মনে প্রশ্ন তুলে যায়, সত্যিই কী মনের ভাব প্রকাশ করা যায়? ভাষায় প্রকাশ করা যায় প্রেম? ছোট্ট কবিতা ঘিরে রয়েছে এই প্রশ্নেই।
গোটা কবিতার শ্যুটিং করছেন কৌস্তভ দাস। প্রেমদিবসের আগেই মুক্তি পেয়েছে এই ভিডিওটি। কেবল আবৃত্তিকার নয়, নিজেও কবিতা লিখতে ভালোবাসেন দেবযানী। বাবাকে দেখেই তাঁর কবিতা লেখার শুরু। তাঁর লেখা কবিতা আবৃত্তি করেছেন ব্রততী বন্দ্যোপাধ্যায়, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মত কিংবদন্তীরা।
আরও পড়ুন: Ikir Mikir: একটা খুনের সঙ্গে জড়িয়ে রজতাভ, রুপাঞ্জনা? উত্তর খুঁজছেন সৌরভ!
অন্যদিকে, চলতি বছরের ১ এপ্রিল বড়পর্দায় মুক্তি পাচ্ছে 'আবার কাঞ্চনজঙ্ঘা' (Abbar Kanchenjungha)। রাজর্ষি দের পরিচালনায় এই ছবির প্রযোজনা করছেন শিল্পী এ পাণ্ডে (Shilpi A Pandey) ও অক্সদ কে পাণ্ডে (Akshatt K Pandey)। তনুশ্রী চক্রবর্তী (Tnusree Chakraborty), গৌরব চক্রবর্তী (Gaurav Chakrabarty), দেবলীনা কুমার (Devlina Kumar), রুপঙ্কর বাগচি (Rupankar Bagchi), কৌশিক সেন (Kaushik Sen), শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee), অর্পিতা চট্টোপাধ্যায় (Arpita Chatterjee), রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) সহ একঝাঁক তারকা।
এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন কৌশিক সেন। একটি পরিবারের গল্প বলবে 'আবার কাঞ্চনজঙ্ঘা'। কিন্তু শুধুই কি পরিবার? অ্যাডভোকেট নিশীথ দেবের বড় ছেলে ত্রিদিব তাঁর তিন ভাই , সুদেব, দেবেশ, রোহিত ও বোন সেমন্তী তাঁদের দার্জিলিং-এর পৈতৃক বাড়িতে ছুটি কাটাতে আসে। সবাই মিলে একসঙ্গে ছুটি কাটানো শুধু নয় ছোটবেলার স্মৃতিচারণও এই আয়োজনের অন্যতম কারণ। বাড়ির নাম অভিলাষ। এই বাড়িকে ঘিরেই আবর্তিত হবে ছবির গল্প।