এক্সপ্লোর
Advertisement
বরাত ফেরাতে পারে কেবিসি, কীভাবে পাওয়া যাবে বাড়িতে বসে অংশগ্রহণের সুযোগ
কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) সিজন ১২ –এর জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল। তা চলবে জুলাই পর্যন্ত। কেবিসি ১২ সিজনের সঞ্চালনা করবেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। এর প্রথম প্রোমো-ও প্রকাশ করা হয়েছে।
মুম্বই: কৌন বনেগা ক্রোড়পতি (কেবিসি) সিজন ১২ –এর জন্য রেজিস্ট্রেশন শুরু হয়ে গেল। তা চলবে জুলাই পর্যন্ত। কেবিসি ১২ সিজনের সঞ্চালনা করবেন বলিউডের মহাতারকা অমিতাভ বচ্চন। এর প্রথম প্রোমো-ও প্রকাশ করা হয়েছে। এর শ্যুটিং হয়েছে জলসা-তে। প্রথমবার ছোট পর্দার অন্যতম জনপ্রিয় এই অনুষ্ঠান সম্পূর্ণভাবে ডিজিটাল হচ্ছে। রেজিস্ট্রেশন থেকে শুরু করে সাবমিশন, অডিশন ও সিলেকশন-কেবিসি ১২-এ সবকিছু হতে চলেছে ভার্চুয়াল। দর্শকদের জন্য কীভাবে কাজ হবে, তা জেনে নেওয়া যাক ধাপে ধাপে।
কেবিসি ১২ এর জন্য রেজিস্ট্রেশন
শো-এর জন্য অমিতাভের প্রথম প্রশ্ন ছিল, করোনাভাইরাস ২০১৯ বা কোভিড—১৯ সংক্রমণের প্রথম ঘটনা চিনের কোথায় হয়েছিল? অমিতাভ বচ্চন সোনি টিভি-তে ২২ মে পর্যন্ত প্রতিদিন রাতে আসবেন ও রেজিস্ট্রেশনের প্রশ্ন করবেন। দর্শক এর উত্তর এসএমএস বা সোনিলাইভ অ্যাপের মাধ্যমে দিতে পারবেন। একটি র্যান্ডমাইজারের মাধ্যমে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে বাছাই করা হবে। বাছাই করা এই প্রতিযোগীদের ডাকা হবে এবং শো-তে অংশগ্রহণের জন্য নির্বাচনের পরবর্তী প্রক্রিয়া সম্পর্কে জানানো হবে।
কেবিসি ১২ এর অডিশন
বাছাই করা প্রতিযোগীদের ডিজিটাল পদ্ধতিতে অডিশন দিতে বলা হবে। এই সঙ্গে সোনিলাইভ অ্যাপের মাধ্যমে সাধারণ জ্ঞানের পরীক্ষা দিতে বলা হবে। এই টেস্টের সঙ্গে একটি ভিডিও-ও জমা দিতে হবে।
কেবিসি ১২ এর জন্য ব্যক্তিগত সাক্ষাত্কার
রেজিস্ট্রেশন, অডিশন ও ভিডিও প্রস্তুতের পর চূড়ান্ত পর্যায়ে রয়েছে ব্যক্তিগত ইন্টারভিউ। ভিডিও কনফারেন্সের মাধ্যমে তা করা হবে এবং চূড়ান্ত প্রতিযোগীদের একটি তালিকা প্রকাশ করা হবে যাঁদের মধ্যে ‘ফাস্টেস্ট ফিঙ্গার্স ফার্স্ট’ খেলার সুযোগ দেওয়া হবে এবং তা তাঁদের জানিয়ে দেওয়া হবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement