KBC 13: বিগ বি-এর অটোগ্রাফ চেয়েছিলেন জ্যাকি শ্রফ, বাধা পান খুদে অভিষেক-শ্বেতার থেকে, কেন?
KBC 13: পুরনো দিনের গল্পের পাশাপাশি জ্যাকি এও জানান যে তাঁর বিখ্যাত 'ভিড়ু ভাষা'-ও খানিকটা অমিতাভ বচ্চনের থেকে অনুপ্রাণিত।
![KBC 13: বিগ বি-এর অটোগ্রাফ চেয়েছিলেন জ্যাকি শ্রফ, বাধা পান খুদে অভিষেক-শ্বেতার থেকে, কেন? KBC 13: Jackie Shroff once wanted Big B Amitabh Bachchan autograph but was stopped by Abhishek, Shweta KBC 13: বিগ বি-এর অটোগ্রাফ চেয়েছিলেন জ্যাকি শ্রফ, বাধা পান খুদে অভিষেক-শ্বেতার থেকে, কেন?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/09/24/d7f3b9b61c70e9513c0ab5bbbf256c54_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: 'শানদার শুক্রবার'-এ এবার বিশেষ অতিথি হিসেবে আসছেন জ্যাকি শ্রফ ও সুনীল শেট্টি। 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর হটসিটে অমিতাভ বচ্চনের সঙ্গে তাঁরা প্রশ্নের উত্তর তো দেবেনই সেই সঙ্গে নস্ট্যালজিয়ার সম্পূর্ণ স্বাদ পাবেন দর্শকেরা। অন্যান্য বিষয়ের সঙ্গেও একাধিক স্মৃতি রোমন্থন করতে দেখা যাবে জ্যাকি-সুনীলকে। কথা বলবেন তাঁদের বন্ধুত্ব, কাজ সমস্ত কিছু নিয়েই।
সম্প্রতি সোনি টিভি একটি নতুন প্রোমো শেয়ার করেছে তাদের ইনস্টাগ্রাম হ্যান্ডলে। সেখানে ষাটোর্ধ্ব জ্যাকি শ্রফকে পুরনো গল্প করতে শোনা গেল। খুদে অভিষেক বচ্চন ও শ্বেতা বচ্চনের সঙ্গে আলাপচারিতার কথা বাবা অমিতাভ বচ্চনকে শোনাচ্ছিলেন জ্যাকি।
জ্যাকি শ্রফ জানান, একবার তিনি ও বিগ বি একই সময়ে চেন্নাইয়ে শ্যুটিং করছিলেন। ইন্ডাস্ট্রিতে অমিতাভ বচ্চনের বেশ কিছু বছর পরে প্রবেশ করা জ্যাকি শ্রফ সিদ্ধান্ত নেন, একই জায়গায় শ্যুটিং যখন তাহলে বিগ বি-এর অটোগ্রাফ নেবেন। শ্যুটিং সেরে পছন্দের তারকা অমিতাভ বচ্চনের কাছে যাওয়ার পথে হঠাৎ দেখেন এক ভদ্রলোক খুদে অমিতাভ ও শ্বেতাকে নিয়ে জ্যাকির দিকেই আসছেন। তিনি আরও বলেন, 'খুদে শ্বেতা ও ছোট্ট অভিষেক আপনার কর্মচারীর সঙ্গে এলেন আর বললেন "এরা বচ্চন সাবের ছেলে-মেয়ে, আপনার অটোগ্রাফ নিতে চায়"।' গল্প শুনে হাসিতে ফেটে পড়ে গোটা সেট।
জ্যাকির উত্তর, ' আমি বললাম, "স্যর, আমার তো বচ্চন সাবের অটোগ্রাফ দরকার ছিল, ওনার ছেলে-মেয়ে আমার অটোগ্রাফ নিচ্ছে, ওয়াও"।' শুনে হাসতে থাকেন অমিতাভও।
পুরনো দিনের গল্পের পাশাপাশি জ্যাকি এও জানান যে তাঁর বিখ্যাত 'ভিড়ু ভাষা'-ও খানিকটা অমিতাভ বচ্চনের থেকে অনুপ্রাণিত। অমিতাভ প্রশ্ন করেন, 'ভিড়ু, আমার একটা প্রশ্ন আছে, তোমার এই "ভিড়ু ভাষা"-এর উৎপত্তি কী?' জ্যাকি উত্তরে বলেন, 'প্রথমত, আমি যে জায়গায় জন্মেছি ও বড় হয়েছি সেখানকার জন্য। এবং তাছাড়া আপনার জন্যও খানিকটা। আপনিই প্রথম, আমরা সকলে পরে এসেছি।'
এখনও পর্যন্ত, 'কৌন বনেগা ক্রোড়পতি ১৩'-এর শুক্রবারের বিশেষ পর্বগুলোতে বিভিন্ন ধরনের অতিথি এসেছেন। ক্রিকেট তারকা বীরেন্দ্র সহবাগ, সৌরভ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে, অভিনেত্রী - পরিচালক জুটি দীপিকা পাড়ুকোন, ফারাহ খান বা অলিম্পিক্সে পদকজয়ী নীরজ চোপড়া ও পিআর শ্রীজশ, অনেককেই হটসিটে বসতে দেখা গেছে এই সিজনে।
আরও পড়ুন: Bigg Boss 15 Contestant: 'বিগ বস ১৫'-এ প্রতীকের সঙ্গে যোগ দেবেন শমিতা শেট্টি ও নিশান্ত ভট্ট
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)