KBC 14: হটসিটে খোদ অমিতাভ! 'কেবিসি' সঞ্চালনা কি ছেড়ে দিলেন বিগ বি?
Amitabh Bachchan Birthday: জন্মদিনে হটসিটে দেখা যাচ্ছে খোদ সঞ্চালক অমিতাভ বচ্চনকে। তাহলে কি তিনি আর সঞ্চালনা করবেন না?
মুম্বই: অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। বলিউডের 'শাহেনশাহ'। মেগাস্টার। সুপারস্টার। তাঁর মতো তারকা কমই এসেছেন। বিগ বি-র (Big B) সম্পর্কে যত লেখা যায়, কমই হবে। আজ সেই সুপারস্টারের জন্মদিন (Amitabh Bachchan Birthday)। ১১ অক্টোবর নিজের আশিতম জন্মদিন উদযাপন করছেন অমিতাভ বচ্চন। শুধু তিনিই নন, তাঁর জন্মদিন উদযাপন করছেন সারা বিশ্বে ছড়িয়ে থাকা অগণিত অনুরাগীরা। বড় পর্দায় তো অবশ্যই, ছোট পর্দাতেও দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। এই মুহূর্তে তাঁকে ছোট পর্দায় দেখা যাচ্ছে জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি সিজন ১৪'র (KBC 14) সঞ্চালনা করতে। আর সেখানেই দেখা গেল চমক। জন্মদিনে হটসিটে দেখা যাচ্ছে খোদ সঞ্চালক অমিতাভ বচ্চনকে। তাহলে কি তিনি আর সঞ্চালনা করবেন না?
অমিতাভ বচ্চন কি 'কেবিসি' সঞ্চালনা ছেড়ে দিচ্ছেন?
১১ অক্টোবর নিজের ৮০তম জন্মদিন উদযাপন করছেন অমিতাভ বচ্চন। এদিন টেলিভিশনের জনপ্রিয় কুইজ শো 'কৌন বনেগা ক্রোড়পতি'তেও দেখা যাচ্ছে বিশেষ এপিসোড। কিন্তু সেখানেই চমকালেন দর্শকেরা। হট সিটে প্রতিযোগীর আসনে বসতে দেখা যাচ্ছে বিগ বি-কে। তাহলে কি 'কেবিসি' সঞ্চালনা ছেড়ে দিলেন তিনি? না না, একেবারেই ভয় পাবেন না। 'কৌন বনেগা ক্রোড়পতি' সঞ্চালনা ছাড়ছেন না অমিতাভ বচ্চন। বরং, তাঁর জন্মদিনে বিশেষ চমক দিলেন তাঁর পুত্র অভিষেক বচ্চন। এদিন সম্প্রচারিত এপিসোডে সাধারণ যে প্রতিযোগী খেলছিলেন, তিনি চলে যাওয়ার পরই সবাইকে চমকে দিয়ে মঞ্চে হাজির হন অভিষেক বচ্চন। বাবার জন্মদিনে বিশেষ চমক দেওয়ার পরই তিনি জানিয়ে দেন যে, এদিন সঞ্চালনা করবেন তিনি। আর হটসিটে বসবেন বিগ বি। নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অভিষেক বচ্চন এপিসোডের বেশ কিছু অংশ শেয়ারও করেছেন।
আরও পড়ুন - Vicky Kaushal: ক্যাটরিনার 'ফোন ভূত'-এর ট্রেলার দেখে এ কী প্রতিক্রিয়া ভিকি কৌশলের!
প্রসঙ্গত, বলিউডে অমিতাভ বচ্চনের কেরিয়ার দীর্ঘ। বহু বছর ধরে রুপোলি পর্দায় রাজত্ব চালাচ্ছেন তিনি। অভিনয়, নাচ, পারফরম্যান্স সমস্ত কিছু দিয়ে দীর্ঘ বহু বছর ধরে দর্শকদের মন জিতে নিয়েছেন তিনি। তাই তাঁর জন্মদিনের বিশেষ ছবি থেকে 'কেবিসি'র এপিসোড উপভোগ করছেন দর্শকেরা। অন্যদিকে, সদ্যই মুক্তি পেয়েছে অমিতাভ বচ্চনের নতুন ছবি 'গুড বাই'। এই ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয়েছে দক্ষিণের জনপ্রিয় নায়িকা রশ্মিকা মন্দানার। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী, এই ছবি বক্স অফিসে খুব ভালো ব্যবসা করতে পারেনি এখনও পর্যন্ত।