![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Kishmish Song Released: মুক্তি পেল 'কিশমিশ' ছবির নতুন গান 'কান্না'
আগেই জানা গিয়েছিল আজ মুক্তি পেতে চলেছে 'কিশমিশ' ছবির নতুন গান 'কান্না'। তেমনই নেট মাধ্যমে এই গান মুক্তি পেতেই হইচই শুরু হয়ে গিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই গানের ভিউ ছাড়িয়েছে নজরকাড়া ভাবে।
![Kishmish Song Released: মুক্তি পেল 'কিশমিশ' ছবির নতুন গান 'কান্না' Kishmish new song kanna released, know in details Kishmish Song Released: মুক্তি পেল 'কিশমিশ' ছবির নতুন গান 'কান্না'](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/18/4290e880714678fe98d752ff6494cd74_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: আগামী ২৯ এপ্রিল প্রেক্ষাগৃহে মুক্তি পাবে টলিউড তারকা দেবের (Dev) নতুন ছবি 'কিশমিশ' (Kishmish)। রুক্মিণী মৈত্রর সঙ্গে জুটি বেঁধে এক ভিন্ন স্বাদের ছবি নিয়ে আসছেন অভিনেতা। আর ছবি মুক্তির আগে নেট মাধ্যমে মুক্তি পেল এই ছবির নতুন গান 'কান্না' (Kanna)। মুক্তি পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এই গানের ভিউ নজর কাড়ছে।
'কিশমিশ' ছবির নতুন গান মুক্তি-
আগেই জানা গিয়েছিল আজ মুক্তি পেতে চলেছে 'কিশমিশ' ছবির নতুন গান 'কান্না'। তেমনই নেট মাধ্যমে এই গান মুক্তি পেতেই হইচই শুরু হয়ে গিয়েছে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই এই গানের ভিউ ছাড়িয়েছে নজরকাড়া ভাবে। আর অভিনেতা দেবের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। কেউ কমেন্টে লিখেছেন, 'আগের দেব দা আর নেই। এখনকার দেব দা অনেক বুঝে গল্প বাছাই করছেন। দেখে ভালো লাগলো। সত্যি প্রতিটি ছবি থেকে নতুন কিছু পাচ্ছি। অনবদ্য।' আবার কেউ লিখেচেন, 'যাক দেখে ভালো লাগছে যে বাংলা সিনেমা আবার তার সেই পুরনো ঐতিহ্যের জায়গাটা ফিরে আনার চেষ্টা করছে। নতুন নতুন কনসেপ্ট নিয়ে। গত কয়েকটা সিনেমাতে দেবের অন্য ধরনের অভিনয় দেখে সত্যি ভালো লাগছে।'
আরও পড়ুন - Ranbir Alia Wedding: রণবীর-আলিয়া বিয়ের নানা অদেখা ছবি প্রকাশ্যে আনলেন অভিনেতার জামাইবাবু
প্রসঙ্গত, কিছুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নতুন ছবির পোস্টার প্রকাশ করে এই ঘোষণা করা হয় প্রযোজনা সংস্থার তরফ থেকে। ছবিতে দেব ও রুক্মিণীকে দুটি লুকেই দেখা গিয়েছে। বড় সাদা কালো ছবিতে একই ছাতার তলায় দেব রুক্মিণী। ঠিক যেন স্বপ্ন দেখছে তাঁদের চোখ। কপালে কালো টিপ, সালোয়ার কামিজ আর বিনুনিতে রুক্মিণী মনে করাচ্ছেন পুরনো দিনের নায়িকার সাজ। অন্যদিকে গোঁফ আর পাঞ্জাবিতে দেবের সাজেও রয়েছে পুরনো দিনের ছোঁয়া। ঠিক নিচের ছবিতে আবার ভোলবদল। এলোমেলো কোঁকড়ানো চুল আর চশমায় অচেনা দেব। সাইকেলের সামনে 'আধুনিক' সাজের রুক্মিণীকে বসিয়ে নিয়ে যাচ্ছেন তিনি। এরপর টিজার, ট্রেলার, গান, সবেতেই রুক্মিণী আর দেবকে দেখা গিয়েছে ভিন্ন ভিন্ন সাজে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)