KIFF 2022: 'বেশি কিছু বলব না, কারণ বলার জন্য তো...', কাকে ইশারা করলেন জয়া?
Kolkata International Film Festival: এদিন বক্তব্য রাখতে গিয়ে মমতাকে ছোট বোন বলে সম্বোধন জয়ার।
কলকাতা: কলকাতা চলচিত্র উৎসবের মঞ্চে জয়া বচ্চন। বক্তব্য রাখতে উঠে কার্যত মাতিয়ে রাখলেন জয়া। বলতে উঠেই বললেন, 'বেশি কিছু বলব না, কারণ বলার জন্য তো...' বলেই হাত দিয়ে ইশারা করলেন। তা শুনেই হাসির রোল দর্শকদের মধ্যে। এদিন বক্তব্য রাখতে গিয়ে মমতাকে ছোট বোন বলে সম্বোধন জয়ার।
কী বললেন জয়া?
বক্তব্য রাখতে গিয়ে জয়া বললেন, '২ বছর আগে আসার কথা ছিল। কী যে করে আমি জানি না, এই সৌরভকে বলছিলাম। কখনও হাত ভেঙে গেল, কখনও পা ভেঙে গেল। মাথা ঠিক আছে সেটাই ঠিক আছে। তিন বছর ধরে ভেবে ভেবে সব বুকে আর পেটে ভরে নিয়ে এসেছি।' বাংলার মেয়ে জয়া অমিতাভ-ঘরণী। সেই সূত্রে অমিতাভ বচ্চন বাংলার জামাইও। সেই বিষয়টিই মনে করিয়ে দিলেন জয়া, সঙ্গে বললেন, 'জামাইয়ের সামনে মেয়ের দাম খুব কম।' বক্তব্য শেষ করার সময় ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করেন জয়া। বললেন, 'আপনি জানেন যে কোনও সময় আমি আপনার জন্য আছি।'
শুরু কলকাতা চলচিত্র উৎসব:
কোভিডের ধাক্কা কাটিয়ে আবার স্বমহিমায় কলকাতা আন্তর্জাতিক চলচিত্র উৎসব। বৃহস্পতিবার সকাল থেকেই সরগরম ছিল কলকাতা বিমানবন্দর। আজ থেকে শুরু হচ্ছে কলকাতা চলচ্চিত্র উৎসব। চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে উৎসবের উদ্বোধন হল। উদ্বোধনের দিন মঞ্চের উপর কার্যত চাঁদের হাট। উৎসবের উদ্বোধন করলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন। উপস্থিত শাহরুখ খান, রানি মুখোপাধ্য়ায়, মহেশ ভাট, শত্রুঘ্ন সিনহা, অরিজিৎ সিং, বাবুল সুপ্রিয়-সহ বলিউডের একঝাঁক তারকা। উপস্থিত দেব, অরিন্দম শীল, রুক্মিনী, শ্রাবন্তী, শতাব্দী, প্রসেনজিৎ-সহ আরও একাধিক টলিউড তারকা।
এদিন চলচিত্র উৎসবের মঞ্চে বক্তব্য রাখেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেখানেই অমিতাভ বচ্চনের শতায়ু কামনা করলেন ক্রিকেট কিংবদন্তি। সৌরভ বলেন, 'অমিতজি ৮০ বছর পূর্ণ করেছেন। গত ৬-৭ মাসে যোগাযোগ হয়নি। এই মঞ্চে দাঁড়িয়ে ওঁকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এমন একটা খেলা খেলেছি, যেখানে সেঞ্চুরিকে খুব গুরুত্ব দেওয়া হয়। আমরা প্রার্থনা করি আপনি শতায়ু হোন। আরও কাজ করুন। সকলের বিনোদন করুন। আমাদের মতো আপনার ভক্ত, শুধু দেশে নয়, গোটা বিশ্বে যাঁরা ছড়িয়ে রয়েছেন, তাঁদের যতদিন পারবেন আনন্দ দিন। সুস্থ থাকুন। নিরাপদ থাকুন। আমাদের কাছে আপনি মহামূল্যবান।'
আরও পড়ুন: 'কলকাতায় এসে ছোটবেলাকে খুঁজে পাই', তিলোত্তমায় পা রেখে বললেন রানি