India vs South Africa Live: সূর্যকুমারের উইকেট হারলেও, ১১তম ওভারেই সেঞ্চুরি পূরণ করল টিম ইন্ডিয়া
RSA vs IND T20 Live Score: রামধনুর দেশে শেষবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি সিরিজ় ১-১ ড্র হয়েছিল।
LIVE
Background
ডারবান: মাস কয়েক আগেই বার্বাডোজ়ে মুখোমুখি হয়েছিল দুই যুযুধান প্রতিপক্ষ ভারত ও দক্ষিণ আফ্রিকা (India vs South Africa)। সেইবার প্রোটিয়া শিবিরকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। সেই হারের ক্ষত নিশ্চয়ই প্রোটিয়া শিবিরে এখনও দগদগে। ভারতকে তাই ঘরের মাঠে হারিয়ে বদলা নেওয়ার লক্ষ্যে মাঠে নামবেন এইডেন মারক্রামরা।
তবে তারপর থেকে কিন্তু অনেককিছুই বদলেছে। সেই ম্যাচে ভারতীয় একাদশের মাত্র চারজন ক্রিকেটার ক্রিকেটার এই সিরিজ়ে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নামবে। অপরদিকে, দক্ষিণ আফ্রিকা দলেও কাগিসো রাবাডা, কুইন্টন ডি ককরা নেই। তাই সেই অর্থে খুব বেশি মিল নেই। তবে ঠিক ১৫ মাস পরেই আবার একবার বিশের বিশ্বকাপ আয়োজিত হবে। সেই মহারণের উদ্দেশে ইতিমধ্যেই সবদল একটু একটু করে ঘর গুছোতে শুরু করে দিয়ে দিয়েছে। সেই দিকে তাকিয়ে এই সিরিজ় তরুণদের, নতুনদের পরখ করে নেওয়ার সুযোগ।
এই সিরিজ়ে নামার আগে দুই দলের কারুরই গত সিরিজ় খুব একটা ভাল কাটেনি। একদিকে যেখানে ভারতীয় দল নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে হেরেছে। সেখানে দক্ষিণ আফ্রিকাকে ওয়েস্ট ইন্ডিজ় হোয়াইটওয়াশ করেছে। এমনকী আয়ার্ল্যান্ডের বিরুদ্ধেও সিরিজ় ড্র করেছে প্রোটিয়া বাহিনী। তাই দুই দলের কাছেই এই সিরিজ় জয়ের পথে ফেরার হাতছানি।
প্রথম টি-টোয়েন্টি ম্যাচে দুই দলের হয়েই অভিষেক ঘটতে পারে। একদিকে ভারতীয় দলে প্রথমবার সুযোগ পাওয়া রমনদীপ সিংহের যেমন সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনই অ্যান্ডিলে সিমেলানেও দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক ঘটাতে পারেন। তাই তরুণদের দিকে বিশেষ নজর থাকবে।
ঘটনাক্রমে প্রায় বছরখানেক আগেই রামধনুর দেশে আরেকটি বিশ ওভারের সিরিজ়ে মুখোমুখি হয়েছিল ভারতীয় দল। সেক্ষেত্রেও দলের নেতৃত্বে ছিলেন সূর্যকুমার যাদবই। তবে সেসময় তিনি দলের অন্তর্বর্তীকালীন অধিনায়ক ছিলেন। এখন পাকাপাকিভাবে তাঁর হাতে বিশ ওভারের দলের অধিনায়কত্ব উঠেছে। সেক্ষেত্রে ১-১ ড্র হয়েছিল তিন ম্যাচের সিরিজ়। এবার কি জয় পাবে ভারত? সেটাও দেখার বিষয়। তরুণ দলকে অধিনায়ক সূ্র্যকুমার কেমনভাবে নেতৃত্ব দেন, সেটাও দেখার বিষয় হতে চলেছে। তাই বিশেষ আগ্রহ নিয়ে দর্শকরা এই সিরিজ়ে নজর রাখবেন।
IND vs RSA Live: পরপর তিন ধাক্কা
পরপর দুই ওভারে দুই উইকেট হারাল ভারতীয় দল। ৩৩ রানে তিলক বর্মা আউট হওয়ার পরের ওভারেই ১০৭ রানে ফিরলেন স্যামসন। দুই সেট ব্যাটার আউট হওয়ায় রানের গতিটাও খানিক কমেছিল। ঠিক তার পরের ওভারেই বড় শট মারতে গিয়ে দুই রানে আউট হলেন হার্দিক পাণ্ড্যও। ১৮১ রানে পঞ্চম উইকেট হারাল ভারত।
India vs South Africa Live Score: স্যামসনের ঐতিহাসিক সেঞ্চুরি
প্রথম ভারতীয় হিসাবে নাগাড়ে দ্বিতীয় টি-২০ সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাস গড়লেন স্যামসন। মাত্র ৪৭ বলে স্যামসনের সেঞ্চুরি আন্তর্জাতিকে কোনও ভারতীয়র দ্রুততম টি-২০ সেঞ্চুরিও বটে। সূর্যকুমারের রেকর্ড ভাঙলেন স্যামসন ১৫ ওভার শেষে ভারতের স্কোর ১৬৭/৩।
IND vs RSA Live: টিম ইন্ডিয়ার সেঞ্চুরি
প্যাট্রিক ক্রুগারের ১১ বলের দীর্ঘ ওভারের শেষ বলে মন্থর গতির বল বুঝতে না পেরে ২১ রানে আউট হন সূর্যকুমার। তবে তা সত্ত্বেও ১১ ওভারেই শতরানের গণ্ডি পার করল ভারত। ১১ ওভার শেষে ভারতের স্কোর ১১১/২।
India vs South Africa Live Score: স্যামসনের হাফসেঞ্চুরি
দুরন্ত ফর্মে স্যামসন পরপর দুই ছক্কা হাঁকিয়ে ২৭ বলে নিজের অর্ধশতরান পূরণ করলেন সঞ্জু স্যামসন। ৫০ রানের পার্টনারশিপও পূরণ হল। ৮ ওভার শেষে ভারতের স্কোর ৭৫/১।
IND vs RSA Live: ভারতের পাওয়ার প্লে
পাওয়ার প্লের শেষ ওভারে এক উইকেট হারিয়ে ৫০ রানের গণ্ডি পার করল ভারত। ছয় ওভার শেষে ভারতের স্কোর ৫৬/১। স্যামসন ৩৫ ও সূর্যকুমার ১৪ রানে অপরাজিত।