Kumar Shanu: বড়পর্দায় অভিনয় করবেন কুমার শানু কন্যা শ্যানন, থাকছেন প্লে-ব্য়াকেও
Kumar Shanu's Daughter: শুধু অভিনয় নয়, এই ছবিতে বাবা কুমার শানুর সঙ্গে দুটি গানও গেয়েছেন শ্যানন। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই বোঝা যায়, এই ছবি একেবারে নতুন প্রজন্মের গল্প বলবে
![Kumar Shanu: বড়পর্দায় অভিনয় করবেন কুমার শানু কন্যা শ্যানন, থাকছেন প্লে-ব্য়াকেও Kumar Shanu: Kumar Shanus daughter Shannon K is going to act in Big Screen, Know in details Kumar Shanu: বড়পর্দায় অভিনয় করবেন কুমার শানু কন্যা শ্যানন, থাকছেন প্লে-ব্য়াকেও](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/03/e2d2edf26307e87bcd31dcd3ac975dc5168050652497749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অভিনয়ে পা রাখছেন কুমার শানুর (Kumar Shanu) কন্যা শ্যানন (Shannon)। ছবির নাম 'চল জিন্দেগি' (Chal Zindegi)। ইতিমধ্যেই সঙ্গীতশিল্পী হিসেবে নিজের সাক্ষর রেখেছেন শ্যানন, আর এবার বড়পর্দায় তাঁর অভিনয় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।
আজ মুক্তি পেয়েছে 'চল জিন্দেগি'-র প্রথম লুক। বিবেক শর্মা (Vivek Sharma) পরিচালিত এই ছবি একটি সফরের গল্প। কেবল শ্যানন নয়, এই ছবির হাত ধরে বড়পর্দায় পা রাখছেন আরও এক ছোটপর্দার অভিনেতা। তিনি বিবেক দাহিয়া (Vivek Dahiya)। শ্যানন ও বিবেক ছাড়াও এই ছবিতে থাকছেন সঞ্জয় মিশ্র (Sanjay Mishra), মিতা বশিষ্ঠ (Mita Vashisht), ও বিক্রম সিংহ (Vikram Singha)। ছবিটি প্রযোজনা করেছেন, প্রিয়ঙ্কা জৈন, প্রকাশ রাকা, বৈভব পঞ্চ ও ঋত্বিকা শর্মা।
শুধু অভিনয় নয়, এই ছবিতে বাবা কুমার শানুর সঙ্গে দুটি গানও গেয়েছেন শ্যানন। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই বোঝা যায়, এই ছবি একেবারে নতুন প্রজন্মের গল্প বলবে। একটা সফরে জীবনে ঠিক কী কী বদল আসে, সেই গল্পই শোনাবে 'চল জিন্দেগি'।
আরও পড়ুন: Tunisha Sharma: 'শুধু আমার তুন্নি...', তুনিশার পুরনো ভিডিও শেয়ার করে আবেগপ্রবণ শিজান খান
KUMAR SANU’S DAUGHTER SHANNON MAKES HER ACTING DEBUT WITH ‘CHAL ZINDAGI’… Singer #KumarSanu's daughter #ShannonK [well-known singer in #LosAngeles] and television actor #VivekDahiya make their big screen debut with #ChalZindagi… #FirstLook…
— taran adarsh (@taran_adarsh) April 3, 2023
A road-trip movie, it also features… pic.twitter.com/khBqvoUohn
কিছুদিন আগে ছোটপর্দায় একটি গানের রিয়্যালিটি শো-এর বিচারকের ভূমিকা পালন করতেন শানু। সেখানেই নিজের একটি অভিজ্ঞতা ভাগ করে নেন কুমার শানু। সঙ্গীতশিল্পী কথায় কথায় বলেন, 'একটা মেয়েকে খুব ভাল লাগত, আস্তে আস্তে ভালবেসে ফেলেছিলাম। একদিন খুব সাহস করে সামনে গিয়ে প্রেম প্রস্তাব দিই।' তবে এরপরের অভিজ্ঞতা বিশেষ ভাল ছিল না তাঁর। তিনি বলেন, 'মেয়েটি আমাকে বলে, আমি তো তোমাকে ভালবাসি না। কী জন্য তোমাকে ভালবাসবো? তুমি কে?' সঙ্গীত শিল্পীর কথায়, সেদিন তিনি মুখ বন্ধ করে মাথা নিচু করে ফিরে এসেছিলেন। এরপর সঞ্চালক যীশু সেনগুপ্ত (Jissu U Sengupta) তাঁর কাছে জানতে চান, 'সুপার সিঙ্গার'-এর মঞ্চ থেকে সেই মহিলার উদ্দেশে কুমার শানু যদি কিছু বলতে চান। তখন কুমার শানুর জবাব, 'আমি তাঁকে বলব, তুমি সেদিন ওই কথা আমাকে বলে খুব ভাল করেছ। তাই আজ আমি কুমার শানু হতে পেরেছি। তোমাকে ধন্যবাদ।' সকলের হাততালিতে ভরে ওঠে চারিদিক।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)