Tunisha Sharma: 'শুধু আমার তুন্নি...', তুনিশার পুরনো ভিডিও শেয়ার করে আবেগপ্রবণ শিজান খান
Sheezan Khan: গত বছর ২৪ ডিসেম্বর ধারাবাহিকের সেট থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী তুনিশা শর্মার।
কলকাতা: সোশ্যাল মিডিয়ায় স্মৃতিচারণা। প্রয়াত অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma)-র অদেখা ভিডিও শেয়ার করে নিলেন শিজান খান (Sheezan Khan)। 'আলিবাবা দাশতান ই কাবুল' ধারাবাহিকে একসঙ্গে কাজ করেছিলেন তাঁরা। সেই ধারাবাহিকের সেটে তোলা একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন শিজান। যদিও তুনিশার মা শিজানকেই অভিযুক্ত করেছেন তাঁর মেয়ের মৃত্যুর জন্য।
গত বছর ২৪ ডিসেম্বর ধারাবাহিকের সেট থেকেই ঝুলন্ত দেহ উদ্ধার হয় অভিনেত্রী তুনিশা শর্মার। তাঁকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে প্রথমে আটক ও পরে গ্রেফতার করা হয় তুনিশার সহ-অভিনেতা ও প্রাক্তন প্রেমিক শিজান খানকে। আজ, শনিবার বাসাই আদালতের ১ লক্ষ টাকার ব্যক্তিগত জামিনে ছাড়া পেলেন তিনি। একইসঙ্গে শিজান খানকে তাঁর পাসপোর্ট জমা রাখতে বলা হয়েছে বলেও খবর এএনআই সূত্রে। গত বছরের ডিসেম্বর মাসে তুনিশা শর্মাকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে শিজান খানকে গ্রেফতার করা হয়েছিল এবং তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে রাখা হয়েছিল। শিজান খান ও ২১ বছর বয়সী তুনিশা শর্মা ছিলেন প্রেমের সম্পর্কে। তুনিশার মৃত্যুর দিন ১৫ আগে তাঁদের ব্রেক আপ হয়ে যায় বলেও শোনা যায়।
এরপর দুই পরিবারের মধ্যে অভিযোগ পাল্টা অভিযোগ চলে বিস্তর। জলঘোলাও হয় প্রচুর। শিজান খানের নামে এফআইআর দায়ের করা হয়েছিল। বোম্বে হাইকোর্টে তাঁর জামিনের আবেদনও করা হয়েছিল। কিন্তু খারিজ হয়ে যায় সেই আবেদন। এর আগে জানুয়ারির ১৩ তারিখে বাসাই আদালত শিজানের জামিনের আবেদন খারিজ করে। অভিনেত্রীর আত্মহত্যা কাণ্ডের চার্জশিটে সহ অভিনেতা শিজান খানের নামও ছিল। ৫২৪ পাতার যে চার্জশিট ওয়ালিভ পুলিশের তরফ থেকে বাসাই আদালতে পেশ করা হয়, তাতে নাম ছিল অভিনেতার। আপাতত জামিনে মুক্ত হয়েছেন শিজান।
আজ সোশ্যাল মিডিয়ায় ওই ভিডিও শেয়ার করে হিন্দিতে আবেগের ভাষা লেখেন শিজান। শেষে লেখেন, 'আমার, শুধু আমার তুন্নির জন্য।' অনেকেই এই ভিডিও দেখে আবেগপ্রবণ হয়েছেন। প্রয়াত অভিনেত্রীকে হারানোর শোক এখনও তাজা অনেকের মনেই।
View this post on Instagram