Lokkhi Chele: 'লক্ষ্মী ছেলে'-র প্রচারে লক্ষ্মীছাড়ারা! কৌশিক-উজানের নতুন ছবির কথা গানে গানে বললেন সোমলতা
Lokkhi Chele Promotional Song: সদ্য মুক্তি পেয়েছে লক্ষ্মীছাড়া ব্যান্ডের হাত ধরে প্রচারের প্রথম গান লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে। মিউজিক ভিডিওতে ব্যান্ডের সঙ্গে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য্য চৌধুরীকে।
নয়াদিল্লি: 'লক্ষ্মী ছেলে'-র প্রচারে লক্ষ্মীছাড়ারা! কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-র নতুন ছবির প্রচারে তৈরি হল নতুন গান, সৌজন্যে টিম লক্ষ্মীছাড়া। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee) আর নন্দিতা রায় (Nandita Roy) প্রযোজনায় উইন্ডোজ (Windows)-এর তরফে মুক্তি পাচ্ছে নতুন ছবি 'লক্ষ্মী ছেলে'।
'লক্ষ্মী ছেলে'-র (Lokkhi Chele)-র মুখ্যভূমিকায় অভিনয় করেছেন উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly), ঋত্বিকা পাল (Ritwika Pal) ও পূরর শীল আচার্য (Purab Seal Acharya)। ছবিতে গূরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন চূর্ণী গঙ্গোপাধ্যায় (Churni Ganguly), ইন্দ্রাশীস রায় (Indrasish Roy), বাবুল সুপ্রিয় (Babul Supriyo), জয়দীপ মুখোপাধ্যায় (Joydeep Mukherjee) ও প্রদীপ ভট্টাচার্য্য (Pradip Bhattacharya)।
আরও পড়ুন: Pathaan Poster: কপালে ক্ষত, হাতে বন্দুক, এ কোন দীপিকা?
সদ্য মুক্তি পেয়েছে লক্ষ্মীছাড়া (Lakkhichhara) ব্যান্ডের হাত ধরে প্রচারের প্রথম গান লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে। মিউজিক ভিডিওতে ব্যান্ডের সঙ্গে দেখা গিয়েছে সঙ্গীতশিল্পী সোমলতা আচার্য্য চৌধুরীকে (Somlata Acharyya Chowdhury)। ছবি সম্পর্কে পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় বলেছেন, '৩ বছর ধরে আমি এই ছবি মুক্তির অপেক্ষায় রয়েছি। আশা করি ছবিটা মানুষের ভালো লাগবে। আর এই ছবিটার জন্য লক্ষ্মীছাড়া-র গানটা দারুণ। আশা করি দর্শকদের মন ছুঁয়ে যাবে এই গানটা।'
View this post on Instagram