এক্সপ্লোর
‘ডিয়ার জিন্দেগি’: দেখুন শাহরুখের প্রেমে হাবুডুবু খাওয়া আলিয়াকে

মুম্বই: ‘ডিয়ার জিন্দেগি’-র নতুন গান আপনার হৃদয় ছুঁয়ে যাবে। শাহরুখ খানের নতুন এই ছবি এখন বি-টাউনে চর্চার বিষয়। সবথেকে বেশি আলোচিত হাঁটুর বয়সি আলিয়া ভট্টের সঙ্গে এসআরকে-র কেমিস্ট্রি। নয়া যে গানটি মুক্তি পেয়েছে, তা গেয়েছেন জসলীন রয়াল। ভিডিওয় পরিষ্কার, শাহরুখের প্রেমে পাগল আলিয়া, তাঁদের দারুণ বোঝাপড়া এই গানে স্পষ্ট ধরা পড়েছে।
‘ডিয়ার জিন্দেগি’-র গল্প লিখেছেন ইংলিশ ভিংলিশ পরিচালক গৌরী শিন্ডে, এই ছবিটিও পরিচালনা করেছেন তিনি। শাহরুখ-আলিয়া ছাড়াও এতে রয়েছেন পাক অভিনেতা আলি জাফর, আদিত্য রায় কপূর, কুনাল কপূর প্রমুখ। ২৫ তারিখ মুক্ত পাবে ‘ডিয়ার জিন্দেগি’। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















