Madan Mitra: 'থ্রিলার, রাজনীতি নয় 'ওহ লাভলি'-একেবারে বাঙালি ছবি', বলছেন মদন মিত্র
Madan Mitra Film: পরিচালক আগেই জানিয়েছিলেন, মদন মিত্র যে চরিত্রে অভিনয় করছেন, তাতে তার নিজস্ব ব্যক্তিত্বের ছোঁয়াই থাকবে। সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে ছবির নায়ক, নায়িকা ও মদন মিত্রের লুক
কলকাতা: তিনি যে ছবি করছেন, সেই খবর প্রকাশ্যে এসেছিল আগেই। আর এবার মুক্তি পেল, মদন মিত্রের (Madan Mitra)-র নতুন ছবি 'ওহ লাভলি' (Oh Lovely)-র টাইটেল ট্র্যাক। এই গানে, লাল পাঞ্জাবিতে দেখা গেল ছবির নায়ক ঋক চট্টোপাধ্যায় (Rick Chatterjee) থেকে শুরু করে ছবির পরিচালক হরনাথ চক্রবর্তী (Horonath Chakraborty) পর্যন্ত। কিন্তু সবার মধ্যে তাঁর বিখ্যাত 'ওহ লাভলি' বলে নজর কাড়লেন কামারহাটির বিধায়ক।
পরিচালক আগেই জানিয়েছিলেন, মদন মিত্র যে চরিত্রে অভিনয় করছেন, তাতে তার নিজস্ব ব্যক্তিত্বের ছোঁয়াই থাকবে। সদ্য সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নেওয়া হয়েছে ছবির নায়ক, নায়িকা ও মদন মিত্রের লুক। এক ঝলকে কামারহাটির বিধায়কের যে দেখা মিলল, সেখানে দেখা গেল তাঁর চোখে সেই আইকনিক সানগ্লাস, হাতে দো-নলা বন্দুক। মুখে মুচকি হাসি। তবে সোশ্যাল মিডিয়ায় এই লুক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে চর্চা। তবে এই ঝলকে স্পষ্ট নয় ঠিক কোন চরিত্রে দেখা যাবে মদনকে। ছবিতে তাঁর চরিত্রের নাম হয়েছে সুবিমল।
এই গানটি মুক্তির জন্য শিয়ালদা স্টেশনে হাজির হয়েছিলেন ছবির কলাকুশলীরা। আর সেখানে সাদা শার্ট-কালো প্যান্টে আর সান গ্লাসে সেজে, ঢাকের তালে নাচ করে আসর জমালেন মদন মিত্র। সঙ্গে ছিলেন রাজনন্দিনী, ঋক ও ছবির শিল্পীরাও। নায়ক ও নায়িকা থাকলেও এই ছবির প্রাণকেন্দ্র কিন্তু মদনই। গানের তালে, লাল পাঞ্জাবিতে তাঁকে দেখে অনুরাগীদের অপেক্ষা বাড়ল বই কমল না!
এইদিন প্রচারে এসে মদন মিত্র বললেন, 'লাভলি কথাটা এমন, যেটা কোনও মানুষের প্রশংসা করতে গেলেই বলতে হয়। গুড বা নাইস বলার চেয়ে লাভলি বলার মধ্যে একটা আলাদা আমেজ রয়েছে। আমরা খুশি একটা ছবির নাম 'ওহ লাভলি' হয়েছে। এই ছবিতে থ্রিলার নেই, ক্রাইম নেই, রাজনীতি নেই.. একেবারে মিষ্টি বাঙালি ছবি। হরনাথবাবু আমায় ছাত্রের মতো বুঝিয়েছেন আর আমি সেটা অন্ধের মতো অনুকরণ করেছি। এই বইয়ের গানটার মধ্যে একটা আলাদা মাধুর্য্য রয়েছে যেটা বাঙালি গানকে মনে করিয়ে দেয়'
এই ছবির মুখ্য ভূমিকায় দেখা যাবে দেবযানী চট্টোপাধ্যায়ের ছেলে ঋক চট্টোপাধ্যায়কে। এই ছবির হাত ধরেই বড়পর্দায় পা রাখছেন তিনি। এছাড়াও এই ছবিতে থাকছেন, রাজনন্দিনী পাল (Rajnandini Pal), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee), লাবণী সরকার (Laboni Sarkar), দ্রোণ মুখোপাধ্যায় (Dron Mukherjee), কৌশিক ভট্টাচার্য (Kaushik Bhattacharyya), তপতি মুন্সী (Tapati Munshi), বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadeb Bhattacharya), মৃন্ময় দাস (Mrinmay Das) ও অন্যান্যরা। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন শুভঙ্কর-শুভম জুটি ও আবহসঙ্গীত নির্মাণ করেছেন এস. পি. ভেঙ্কটেশ।
এই ছবি নিয়ে পরিচালক বলছেন, ‘এই ছবি সপরিবারে দেখার মতো একটা ছবি। প্রথমবার এই ছবিতে মদন মিত্রকে অভিনয় করতে দেখবেন দর্শক। লাবণী সরকার, খরাজ মুখোপাধ্যায়ের মতো অভিনেতাদের কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছেন মদন মিত্র। ব্যক্তি হিসেবে মদন মিত্রের যে ব্যক্তিত্ব, সেই আমেজ বজায় রেখেই এই ছবিতে এক নতুন অবতারে দেখা যাবে তাঁকে। অন্যদিকে, এই ছবি দিয়ে বাংলা ছবির জগতে প্রথমবার পা রাখছেন ঋক। অন্যদিকে রাজনন্দিনীকেও এমন গ্ল্যামারাস অবতারে প্রথমবার পাবেন বাঙালী দর্শক। আশা করি দর্শকের এই ছবি ভাল লাগবে।’ আগামী ২৫ শে আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে এই ছবি।