Madhumita on social media: 'মেয়ে বলে ক্রিকেট খেলা বন্ধ করতে বলবেন?' ভিডিও পোস্ট করে প্রশ্ন মধুমিতার
কালো ঢিলেঢালা পোশাক, ব্যাট হাতে ছক্কা হাঁকাচ্ছেন তিনি। অভিনয় ছেড়ে ক্রিকেটে নাম লেখালেন নাকি? মধুমিতা সরকারের ইনস্টাগ্রাম প্রোফাইল সেই গল্পই বলছে।
কলকাতা: কালো ঢিলেঢালা পোশাক, ব্যাট হাতে ছক্কা হাঁকাচ্ছেন তিনি। অভিনয় ছেড়ে ক্রিকেটে নাম লেখালেন নাকি? মধুমিতা সরকারের ইনস্টাগ্রাম প্রোফাইল সেই গল্পই বলছে।
সম্প্রতি ইনস্টাগ্রামে দুটি ছোট্ট ভিডিও আপলোড করেছেন মধুমিতা। সেখানে দেখা যাচ্ছে ব্যাট হাতে ক্রিকেট খেলায় মগ্ন মধুমিতা। ব্যাকগ্রাউন্ডে বাজছে সদ্য মুক্তি পাওয়া 'গেহরাইয়াঁ'-র গান 'ডুবে..'। ক্যাপশানে মধুমিতা লিখেছেন, 'ডুবে.. ক্রিকেটে। আমি একটা মেয়ে আর আমার ক্রিকেট খেলা উচিত নয় তাই না? আমায় ক্যাপশানটা আবার বদলাতে হল তাঁদের জন্য যাঁরা এখনই আমার ক্রিকেট খেলার দক্ষতার বিচার করবেন।'
এর পরে আরও একটি ভিডিও আপলোড করেন তিনি। প্রথম ভিডিওতে মধুমিতাকে দেখা গিয়েছিল ব্যাট করতে। পরের ভিডিওতে তাঁকে বল করতে দেখা গেল। ক্যাপশানে তিনি লিখলেন, 'কারও যদি আরও আপডেট লাগে তো।'
সদ্য মুক্তি পেয়েছে মধুমিতার নতুন ওয়েব সিরিজ 'উত্তরণ'। য়েব সিরিজে মধুমিতার নাম পর্ণা। কেমন ছিল এই সিরিজে কাজ করার অভিজ্ঞতা? মধুমিতা বলছেন, 'গোটা কাজের অভিজ্ঞতাটা দারুণ আর ভীষণ আকর্ষণীয়। 'উত্তরণ' একটি মেয়ের জীবনের গল্প। কীভাবে একটি খারাপ ঘটনা তার জীবনকে সম্পূর্ণভাবে বদলে দেবে সেই গল্পই বলবে নতুন এই ওয়েব সিরিজ। আমার মনে হয়, এই গল্পটা প্রত্যেকটা মানুষকে ব্যক্তিগত জীবনেও ছুঁয়ে যাবে। কোথাও না কোথাও নিজেদের জীবনের সঙ্গে এই গল্পের মিল খুঁজে পাবেন মানুষ। আমি এই ধরণের কাজের অংশ হতে পেরে ভীষণ খুশি। আমার চরিত্রটা ভীষণ কঠিন, আত্মবিশ্বাসী একটা চরিত্র যে আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা আর বিভিন্ন সত্যিগুলোকে পর্দায় তুলে আনবে পর্দার চরিত্রটা। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় থেকে শুরু করে গোটা 'উত্তরণ' টিমের কাছে আমি কৃতজ্ঞ এই গোটা যাত্রাটাকে আমার জন্য এতটা বিশেষ আর মনে রাখার মতো করে তোলার জন্য।'