Entertainment News: বিচ্ছেদের জল্পনা তুঙ্গে, তার মধ্যেই অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হল নায়িকাকে! কী হয়েছে?
Entertainment News Update: সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন মাহি ভিজ। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে বসে রয়েছেন তিনি, হাতে স্যালাইন।

কলকাতা: সম্প্রতি তাঁর ব্যক্তিগত সম্পর্কের জন্য চর্চায় উঠে এসেছিলেন তিনি। শোনা যাচ্ছিল, বিচ্ছেদ হতে চলেছে তাঁর দীর্ঘ দাম্পত্যের। সত্যিই কী বিচ্ছেদ হতে চলেছে, মাহি ভিজ (Mahhi Vij) এবং জয় ভানুশালী (Jay Bhanushali)? এই প্রশ্নই বারে বারে ঘুরে আসছিল অনুরাগীদের মধ্যে। ইতিমধ্যেই, নতুন বিষয়ে চর্চায় মাহি ভিজ। হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি, সেই কারণে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। এখন কেমন আছেন তিনি? সোশ্যাল মিডিয়ায় নিজেই এসে সেই খবর দিলেন মাহি।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন মাহি ভিজ। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে বসে রয়েছেন তিনি, হাতে স্যালাইন। সেখানে মাহি জানিয়েছেন, তিনি এখনও হাসপাতালেই রয়েছেন। আজ সকালেও তাঁর জ্বর এসেছে। তবে তাঁর ডেঙ্গু, ম্যালেরিয়া এবং টাইফয়েড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। মাহি জানিয়েছেন, এটা ভাইরাল ফিভার আর খুর গুরুতর ইনফেকশন হয়েছে। সেই কারণেই তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়েছেন।
পাশাপাশি মাহি জানিয়েছেন, নিজের স্বপ্নের প্রোজেক্টে কাজ করছিলেন তিনি। কিন্তু এর মধ্যে, হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, শ্যুটিং বন্ধ রাখতে হয়েছে তাঁকে। মাহি জানিয়েছেন, তিনি ভীষণভাবে চেষ্টা করছেন খুব তাড়াতাড়ি সুস্থ হওয়ার। সেই কারণে তিনি বাড়ি থেকে প্রচুর ফল চেয়ে পাঠিয়েছেন। তিনি চান আগামীকালের মধ্যেই সুস্থ হতে আর আগামী পরশু থেকে ফের শ্যুটিংয়ে ফিরতে। অসুস্থ হয়ে পড়েছেন বটে, তবে এতটুকু ও সময় নষ্ট করতে চান না মাহি।
সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি শেয়ার করে মাহি আরও বলেন, 'আমার যে সমস্ত বন্ধু আছে, যাদের ফোন আমি ধরতে পারছি না এবং ভিডিও কলে কথা বলতে পারছি না, আমি বিশ্রাম নিচ্ছি, আমার মধ্যে ফোন করার মতো শক্তি নেই। প্লিজ আপনারা বুঝবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।' পাশাপাশি মাহি ধন্যবাদ জানিয়েছেন সবাইকে, যাঁরা তাঁকে ভালবাসেন। মাহি আরও আবেদন করেছেন তাঁর জন্য প্রার্থনা করতে যাতে তিনি ভীষণ তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারেন আর ফের ফ্লোরে ফিরতে পারেন যত তাড়াতাড়ি সম্ভব।
View this post on Instagram






















