Arjun Malaika Wedding: চলতি বছরই কি বিয়ের পিঁড়িতে? অর্জুন-মালাইকার বিয়ের দিন প্রকাশ্যে
সম্প্রতি বিভিন্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে জানা যাচ্ছে চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন অর্জুন কপূর (Arjun Kapoor) ও মালাইকা অরোরা (Malaika Arora)।
মুম্বই: বি টাউনে কি ফের বিয়ের সানাই বাজতে চলেছে? রণবীর কপূর (Ranbir Kapoor) ও আলিয়া ভট্টের (Alia Bhatt) বিয়ের পর এবার কি শুভপরিণত সম্পন্ন হবে অর্জুন কপূর (Arjun Kapoor) ও মালাইকা অরোরার (Malaika Arora)? বেশ কিছুদিন ধরেই দুই তারকার নতুন জীবন শুরু করতে চলার নানা খবর শোনা যাচ্ছিল। বিয়ের পরিকল্পনা নিয়ে মালাইকা অরোরা সংবাদমাধ্যমের কাছে নিজের পরিকল্পনাও জানান কিছুটা। তবে, সম্প্রতি বিভিন্ন সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে, তাতে জানা যাচ্ছে চলতি বছরই বিয়ের পিঁড়িতে বসতে পারেন অর্জুন কপূর ও মালাইকা অরোরা।
চলতি বছরই কি বিয়ে অর্জুন কপূর ও মালাইকা অরোরার?
সম্প্রতি বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, চলতি বছরেরই শেষের দিকে বিয়ের পিঁড়িতে বসতে পারেন অর্জুন কপূর ও মালাইকা অরোরা। দুই তারকার ঘনিষ্ঠ এক সূত্র বলেন, 'অর্জুন এবং মালাইকা দুজনে একে অপরকে অত্যন্ত ভালোবাসেন। আমরা যেটাকে সত্যিকারের ভালোবাসা বলে থাকি, ওদের ভালোবাসা তেমনই। এবার ওঁরা তাঁদের ভালোবাসাকে পরবর্তী পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ভাবছেন। অর্থাৎ, ভালোবাসাকে বিয়ের পূর্ণতা দেওয়ার পরিকল্পনা করছেন। খুব সম্ভাবত ওঁরা চলতি বছর শীতকালে মুম্বইতেই বিয়ে করতে পারেন। অর্জুন এবং মালাইকা দুজনেরই শীতকাল খুবই পছন্দের। তাই তাঁরা চলতি বছর নভেম্বর কিংবা ডিসেম্বরেই মুম্বইতে ঘনিষ্ঠ ব্যক্তিদের উপস্থিতিতে বিয়ে সারতে পারেন।'
আরও পড়ুন - Priyanka Chopra: নাক-মুখ কেটে রক্ত পড়ছে! এ কী অবস্থা প্রিয়ঙ্কা চোপড়ার?
ওই ব্যক্তি আরও বলেন, 'আইনি বিয়ে সারার পর খুবই সাধারণভাবে বিয়ে করতে পারেন অর্জুন কপূর ও মালাইকা অরোরা। বিয়ের পর পার্টিও দেবেন। সেই পার্টিতে উপস্থিত থাকতে পারেন পরিবারের সদস্যরা এবং ইন্ডাস্ট্রির তাঁদের কিছু সহকর্মী। অর্জুন - মালাইকার বিয়েতে অতিথি হিসেবে থাকতে পারেন করিনা কপূর খান।'
বিয়ে প্রসঙ্গে মালাইকা অরোরা আগে যা বলেন-
প্রসঙ্গত, দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে মালাইকা বলেন, 'আমরা এখন এমন একটা পরিস্থিতিতে রয়েছি, যেখানে পরবর্তী পদক্ষেপ চিন্তা ভাবনার সময় এসেছে। আমরা একই বিমানে রয়েছি। আমাদের চিন্তা ভাবনা পরিকল্পনা সমস্ত এক। আমরা একে অপরকে সত্যি করে চাই। আমরা দুজনেই পরিণত। আর আগামী দিনে দুজনের অনেক কিছু দেখারও রয়েছে। তবে, আমরা একসঙ্গে ভবিষ্যৎ দেখতেই পছন্দ করব। আর দেখছি কবে এই পদক্ষেপ নেওয়া যায়। বিয়ের ব্যাপারে আমরা মজাও করি। কিন্তু একইসঙ্গে আমরা এই ব্যাপারে সিরিয়াসও। যেকোনও সম্পর্কেই নিশ্চয়তা খুবই জরুরি। আমি খুশি যে আমরা এই বিষয়ে দুজনেই ইতিবাচক মনোভাবনা পোষণ করি। অর্জুন আমরা মনোবল যোগায়। আমরা আমাদের জীবনটাকে ভালোবাসি। আর প্রতিটা দিনই রোম্যান্স করি। আমি সবসময় ওকে বলি যে, আমি ওর সঙ্গেই বৃদ্ধা হতে চাই। আমরা শীঘ্রই কোনও সিদ্ধান্ত নেব। জানি ওই আমার জীবনের পুরুষ।'