এক্সপ্লোর
Advertisement
করোনা সারিয়ে সেটে ফিরে টেরেন্সের সঙ্গে 'চড় গয়া পাপি বিছুয়া' গানে জমিয়ে ডান্স মালাইকার, ভিডিও ভাইরাল
টেরেন্স তো তাঁর একটা পুরো ব্লগই তো মালাইকাকে অর্পণ করেছেন। সেটে তাঁর জন্য শো-এর টিম একটি ভিডিও তৈরি করে যে, দেখানো হয়, সবাই তাঁর অনুভব কতটা করছিলেন।
মুম্বই: মালাইকা অরোরা 'ইন্ডিয়াস বেস্ট ড্যান্সার'-এর সেটে ফিরে প্রথম পর্বেই জমিয়ে হুল্লোড়ে মেতে উঠলেন। কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন মালাইকা। সংক্রমণ সারিয়ে সেটে ফিরেছেন তিনি। টেরেন্স লুইস ও গীতা কপূর সেটে তাঁকে জমকালো অভ্যর্থনা জানান। টেরেন্স তো তাঁর একটা পুরো ব্লগই তো মালাইকাকে অর্পণ করেছেন। সেটে তাঁর জন্য শো-এর টিম একটি ভিডিও তৈরি করে যে, দেখানো হয়, সবাই তাঁর অনুভব কতটা করছিলেন।
সম্প্রতি এই শো সম্পর্কিত একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে। ভিডিওতে মালাইকে প্রখ্যাত ডান্সার টেরেন্স লুইসের সঙ্গে জমিয়ে নাচতে দেখা গিয়েছে। এই ভিডিও লুইসের ফ্যান পেজে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ৫৮ হাজারের বেশি ভিউ হয়েছে এই ভিডিও।
দুজনের ডান্স দেখে গুরু রনধওয়া ও ধ্বনি ভানুশালীকে খুশিতে মেতে উঠতে দেখা যায়। শুধু তাই নয়, স্টেজে আসার পথেও দুজনে নাচতে শুরু করেন। ভিডিওতে শিল্পা ও লুইসের ডান্স প্রকৃতপক্ষেই বেশ দর্শনীয়। আর সোশ্যাল মিডিয়ায় অনুরাগীরা ওই ভিডিও-র জমিয়ে প্রশংসা করছেন।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement