সম্প্রতি ল্যাকমে ফ্যাশন উইক সামার/রিসর্ট ২০১৭-তে ডিজাইনার দিব্যা রেড্ডির পোশাকে ক্যাটওয়াক করেছেন মালাইকা। তিনি বলেছেন, কোনও সিনেমার চিত্রনাট্য পছন্দ হলে অভিনয়ের বিষয়টি তিনি ভেবে দেখতে পারেন।
2/7
মালাইকা ১৫ বছরের সন্তান আরহানের মা। পারিবারিক দায়িত্বপালনের জন্যই কি তিনি বড় পর্দায় পুরোদস্তুর অভিনয় থেকে দূরে থাকেন কিনা, এই প্রশ্নের উত্তরে মালাইকা বলেছেন, এটা একেবারেই নয়। বড় পর্দার প্রতি আমার খুব একটা ঝোঁক কখনওই ছিল না। বড় পর্দায় ক্যামিও-র ভূমিকায় বা আইটেম সং-য়েই তিনি স্বচ্ছন্দ। নিজেকে একটা সিনেমায় শুরু থেকে শেষ পর্যন্ত অভিনয় করতে তিনি নিজেকে দেখেন না।
3/7
‘ছাঁইয়া, ছাঁইয়া’ ও ‘মুন্নি বদনাম হুয়ি’-র মতো আইটেম গানে মালাইকার নাচ বলিউডের দর্শকদের মোহিত করেছে। আর এই আইটেম গানের সূত্রেই জনপ্রিয়তার তুঙ্গে উঠেছেন তিনি। সেই মালাইকা বলছেন, সিনেমায় মূখ্য ভূমিকায় অভিনয় করতে পারেন না। তাই ক্যামিও বা আইটেম সং নিয়েই তিনি খুশি।
4/7
ফিটনেস সম্পর্কে খুঁতখুঁতে মালাইকা। যোগ ব্যায়াম তাঁর খুবই পছন্দের।
5/7
মালাইকা বলেছেন, এটা তাঁর কখনওই মনে হয়নি যে মা হিসেবে তাঁর দায়িত্ব তাঁকে বড় পর্দা থেকে দূরে রেখেছে।
6/7
ছোট পর্দায় তিনি এত বেশি যুক্ত কেন, এই প্রশ্নের জবাবে মালাইকা বলেছেন, টিভি তো প্রতিটা বাড়িতেই থাকে। কিন্তু বড় পর্দায় সিনেমা দেখার জন্য লোকজনকে বাড়ির বাইরে বেরোতে হয়।
7/7
মালাইকা ছোট পর্দায় জনপ্রিয় তারকা। নাচ বালিয়ে, জরা নাচকে দিখা, ঝলক দিখলা জা-র মতো টেলিভিশন অনুষ্ঠানের জন্যও তিনি পরিচিত।