Sri Lankan Viral Song: 'মানিকে মাগে হিঠে' গানে দুলছে আসমুদ্র হিমাচল, কতটা প্রভাবিত বলিউড তারকারা?
ভাইরাল 'মানিকে মাগে হিঠে' মারাত্মক প্রভাব ফেলেছে বলিউড তারকাদের মধ্যে। অমিতাভ বচ্চন থেকে মাধুরী দীক্ষিত কেউই বাকি নেই এই গানে গলা মেলাতে।
![Sri Lankan Viral Song: 'মানিকে মাগে হিঠে' গানে দুলছে আসমুদ্র হিমাচল, কতটা প্রভাবিত বলিউড তারকারা? Manike Mage Hithe: The Sri Lankan song that has bewitched Indian hearts, know in details Sri Lankan Viral Song: 'মানিকে মাগে হিঠে' গানে দুলছে আসমুদ্র হিমাচল, কতটা প্রভাবিত বলিউড তারকারা?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/08/31/507e986303f52e93830a26d4ed2b65a6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই : মাত্র কিছুদিন আগেই মুক্তি পায় সিংহলী ভাষার গান 'মানিকে মাগে হিঠে'। মুক্তি পাওয়ার পরই খুব কম সময়ের মধ্যে ভাইরাল হয়ে যায় গানটি। জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাওয়া 'মানিকে মাগে হিঠে' মুখে মুখে ফিরছে। ভৌগলিক অবস্থান বা ভৌগলিক বেড়াজাল যে গানের সুরকে আটকে রাখতে পারে না, তা ফের প্রমাণ করে দিল। গান ভালো লাগার জন্য প্রয়োজন নেই কী ভাষার গান কিংবা কোন দেশের গান। গান শুধুই ভালোবেসে গান। আর তাই তারকা থেকে সাধারণ মানুষ, আট থেকে আশি, প্রত্যেকের মুখেই গুণ গুণ করছে 'মানিকে মাগে হিঠে'।
ভাইরাল 'মানিকে মাগে হিঠে' মারাত্মক প্রভাব ফেলেছে বলিউড তারকাদের মধ্যে। অমিতাভ বচ্চন থেকে মাধুরী দীক্ষিত কেউই বাকি নেই এই গানে গলা মেলাতে। শুধু তাই নয়, বহু মানুষের ইনস্টাগ্রাম রিলে ভেসে উঠছে 'মানিকে মাগে হিঠে'-র দু কলি। এছাড়াও এই গানের প্রভাব এতটাই মানুষের মধ্যে পড়েছে যে, এখন এই সিংহলী গানই তৈরি হচ্ছে বিভিন্ন ভাষায়।
প্রসঙ্গত, ভাইরাল হওয়া সিংহলী গান 'মানিকে মাগে হিঠে' গানটি প্রথম গেয়েছিলেন সথিশান নামে এক গায়ক। গত বছর জুলাইতে এই গান প্রথম মুক্তি পায়। কিন্তু তখন এই গান এতটাও প্রভাব ফেলতে পারেনি। কিন্তু যখন গায়িকা ইয়োহানি ডি সিলভা গানটি গান, তখন মুহূর্তে ভাইরাল হয়ে যায়।
আরও পড়ুন - Shah Rukh in Web Series: ওয়েব সিরিজে ডেবিউ করতে চলেছেন শাহরুখ খান? পোস্ট করলেন ভিডিও
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার শীর্ষে 'মানিকে মাগে হিঠে'। খুব অল্প সময়েই ভাইরাল হয়ে যায়। শুধু সাধারণ মানুষের কাছেই নয়, বলিউড তারকাদের মধ্যেও গানটির প্রভাব এতটাই পড়েছে যে, অনেক সেলেবরাও এই গান গেয়ে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। 'মানিকে মাগে হিঠে' গানটিতে দুর্দান্ত পারফর্ম করে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্রই তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডলে ২২ মিলিয়ন মানুষ দেখে ফেলেছেন। মাধুরী দীক্ষিতও শেয়ার করেছেন জনপ্রিয় এই গানের ভিডিও।
বলিউড তারকাদের পাশাপাশি 'মানিকে মাগে হিঠে' গানটি তৈরি হয়েছে অন্যান্য ভাষাতেও। সুর যে ভাষা মানে না বা ভাষার উর্ধ্বে, তা আবারও প্রমাণিত হল। সিংহলী ভাষার গান তৈরি হচ্ছে বিভিন্ন আঞ্চলিক ভাষাতেও। গাইছেন অন্যান্য গায়করা।
উল্লেখ্য, 'মানিকে মাগে হিঠে' গানে নেচে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা মাত্র জনপ্রিয়তার শীর্ষে এক বিমানসেবিকা। ফাঁকা বিমানের মধ্যে ভাইরাল গানে নেচে তিনিও আজ ভাইরাল। লক্ষ লক্ষ মানুষ আজ তাঁর পরিচয় জানতে চাইছেন। শুধু তিনিই নন, গুজরাটের এক তরুণ ডাক্তারও ভাইরাল হয়ে গিয়েছেন গিটারে এই গানের সুর তুলে। সব মিলিয়ে একটা সিংহলী গান দুলিয়ে দিয়েছে আসমুদ্র হিমাচলকে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)