Manoj Bajpayee: টাকার জন্য খারাপ ছবিতে অভিনয় কোরো না, বলেছিলেন মনোজের স্ত্রী
Manoj Bajpayee News: সম্প্রতি ছবি বাছাই করা নিয়ে, চরিত্র নিয়ে সিদ্ধান্ত নেওয়া নিয়ে মনোজ জানান, এবিষয়ে তাঁর স্ত্রীর অবদান রয়েছে যথেষ্ট।
মুম্বই: তিনি সব ছবিতে কাজ করেন না। তাঁর অভিনীত ছবি তালিকা অন্যান্যদের তুলনায় অনেকটাই ছোট। তবে তাঁর ছোঁয়ায় সোনা ফলেছে রুপোলি পর্দায়। তিনি বারবার জয় করে নিয়েছেন দর্শকদের মন। তিনি মনোজ বাজপায়ী (Manoj Bajpayee)। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, বিভিন্ন সিনেমা না করার সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন অভিনেতা।
সম্প্রতি ছবি বাছাই করা নিয়ে, চরিত্র নিয়ে সিদ্ধান্ত নেওয়া নিয়ে মনোজ জানান, এবিষয়ে তাঁর স্ত্রীর অবদান রয়েছে যথেষ্ট। মনোজের স্ত্রী শাবানা রাজা (Shabana Raza) প্রাক্তন অভিনেত্রী। তিনি একবার মনোজ অভিনীতি একটি ছবি দেখতে গিয়েছিলেন। সেসময়ে পর্দায় মনোজের অভিনয়, ছবির বিষয় সমস্ত দেখে দর্শকাসনে হাসাহাসি হয়েছিল। দর্শকেরা জানতেন না, প্রেক্ষাগৃহে উপস্থিত ছিলেন শাবানা। সমস্ত কিছু শুনে বাড়ি ফিরে আসে মনোজকে সবটা বলেন তিনি।
শাবানা মনোজকে অনুরোধ করেন, বেছে কাজ করার জন্য। শাবানার কথায়, 'টাকার জন্য খারাপ সিনেমা করবে না। আমাদের টাকার এতও প্রয়োজন নেই যে টাকার জন্য সমস্ত ছবিতে অভিনয় করতে হবে। সিনেমাহলে গিয়ে আমি অপমানিত বোধ করছি। তোমার কাছে ভাল চরিত্রের অফার রয়েছে। সেই চরিত্রগুলির ওপর সুবিচার করো। আর কারও কাছে কোনোকিছু প্রমাণ করার প্রয়োজন নেই।'
'অরক্ষণ', 'স্পেশাল ২৬', 'ফ্যামিলি ম্যান', 'সত্যাগ্রহ'-র মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মনজয় করেছেন মনোজ। তাঁর মতে, 'যদি আমার কাছে এমন একটা চরিত্র বা চিত্রনাট্য আসে যেটা আমার মনকে ছুঁয়ে যায়, যদি মানসিকভাবে আমার মনে হয়, এই চরিত্রে আমার অভিনয় করা উচিত, তবেই আমি সেই চরিত্রকে হ্যাঁ বলব।'
সম্প্রতি শাহরুখকে নিয়ে একটি সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী (Manoj Bajpayee)। সদ্য মুক্তি পেয়েছে, 'সির্ফ এক বান্দা কাফি হ্যায়' (Sirf Ek Bandaa Kaafi Hai)। আর সেই ছবির সাক্ষাৎকারে এসেই মনোজের মুখে শাহরুখের প্রশংসা। তিনি বলছেন, 'শাহরুখকে বর্তমান অবস্থায় দেখে, সাফল্য পেতে দেখে আমার ভীষণ আনন্দ হয়। ও নিজের নিজের পৃথিবীটা তৈরি করেছে। মাত্র ২৬ বছর বয়সে, নিজের পরিবার থেকে শুরু করে সমস্ত হারিয়েছিলেন শাহরুখ। কিন্তু সেই পর্যায় থেকে ও যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা প্রশংসার যোগ্য। শাহরুখ যে সুখ্যাতি, যশ অর্জন করেছে, ও তারই যোগ্য।'
এখানেই শেষ করেননি মনোজ। তিনি বলেন, ' আমি শাহরুখের সেই সমস্ত ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যে একজন, যে ওকে কষ্ট করতে দেখেছি। আর ঠিক সেই কারণেই, ওকে শ্রদ্ধা করি আমি। শাহরুখের সাফল্য নিয়ে আমার কোনও তিক্ততা নেি, খারাপ লাগা নেই। বরং শাহরুখকে নিয়ে আমার গর্বই হয়।' প্রসঙ্গত, 'বীর-জ়ারা' ছবিতে একসঙ্গে দেখা গিয়েছিল শাহরুখ ও মনোজকে।
আরও পড়ুন: Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?
আরও পড়ুন: Healthy Cooking Oils: সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে রান্নায় ব্যবহার করুন এই ৫টি 'হেলদি কুকিং অয়েল'