Manoj Bajpayee: 'একমাত্র সহায় ছিলেন', সদ্যপ্রয়াত বাবার স্মৃতি রোমন্থনে অভিনেতা মনোজ বাজপেয়ী
দীর্ঘদিন অসুস্থ থাকার পর সম্প্রতি দিল্লিতে প্রয়াত হন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর বাবা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
মুম্বই: সম্প্রতি বাবাকে হারিয়েছেন বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ী। শোক খানিক কাটিয়ে উঠে নিজের ট্যুইটারে ধন্যবাদ জানালেন সকলকে দুঃসময়ে পাশে থাকার জন্য। এই কঠিন সময়ে যাঁরা তাঁর খোঁজ নিয়েছেন সকলকে ধন্যবাদ জানিয়েছেন।
সোমবার, নিজের ট্যুইটার হ্যান্ডলে অভিনেতা লেখেন তাঁর বাবা, আরকে বাজপেয়ীর তাঁর স্বপ্ন সত্যি করার পিছনে বড় হাত ছিল। 'বাবার মৃত্যুতে প্রার্থনা ও ভালবাসা পাঠানোর জন্য সকলকে ধন্যবাদ। আমি যা স্বপ্ন দেখেছি তা সফল করার এই কঠিন সফরে একমাত্র কারণ ও সহায় ছিলেন আমার বাবা। আপনাদের সকলের কাছে আমি চির কৃতজ্ঞ,' ট্যুইটে লেখেন মনোজ বাজপেয়ী।
Thank you all for sending prayers and love on the sad demise of my father who was the sole reason and support for me to venture on such a difficult journey which got me everything that I dreamt of!! Eternally grateful to you all!! 🤗🤗🙏🙏❤️
— manoj bajpayee (@BajpayeeManoj) October 4, 2021
দীর্ঘদিন অসুস্থ থাকার পর দিল্লিতে প্রয়াত বলিউড অভিনেতা মনোজ বাজপেয়ীর (Manoj Bajpayee) বাবা। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। কিছুদিন আগেই বাবার অসুস্থতার খবর পেয়ে শ্যুটিং ছেড়ে তড়িঘড়ি দিল্লি ফেরত যান 'দ্য ফ্যামিলি ম্যান' অভিনেতা মনোজ বাজপেয়ী। 'SHE' পরিচালক অবিনাশ দাস ট্যুইটারে খবরটি জানিয়ে আবেগপ্রবণ কিছু কথাও শেয়ার করেছেন। তিনি লেখেন যে, 'মনোজ ভাইয়ার বাবা প্রয়াত। ওঁর সঙ্গে কাটানো মুহূর্তগুলো মিস করছি। এই ছবিটা আমি ভিতিওয়ারা আশ্রমে তুলেছিলাম। অসম্ভব ভাল মানুষ ছিলেন। ছেলের অসম্ভব সাফল্য থেকে তিনি নিজেকে সবসময় দূরেই রাখতেন। প্রার্থনা।'
কিছুদিন আগেই এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, 'দ্য ফ্যামিলি ম্যান' অভিনেতার বাবার অবস্থা বেশ সঙ্কটজনক হয়ে পড়ে। এর আগেও এক সাক্ষাৎকারে মনোজ বাজপেয়ী জানিয়েছিলেন, তাঁর বাবাই তাঁকে পড়াশোনা শেষ করে তারপর সিনে দুনিয়ায় পা রাখার অনুপ্রেরণা জুগিয়েছিলেন।
আরও পড়ুন: 'চিকিৎসার সময় বাড়বে শুনে ওর মুখটা যন্ত্রণায় কুঁকড়ে যায়' ঐন্দ্রিলাকে নিয়ে লিখছেন সব্যসাচী