Mayakumari: ঋতুপর্ণা আবিরের প্রেমের সম্পর্ক! অজানা ঘটনা জানাবে 'মায়াকুমারী'
Rituparna Abir: ৪০-এর দশকের এক চর্চিত সম্পর্কের গল্প উঠে আসবে পর্দায়। মায়াকুমারী আর কাননকুমারের জুটি পর্দায় জনপ্রিয় ছিল। কিন্তু পর্দার বাইরেও সম্পর্ক গড়ে ওঠে এই জুটির
কলকাতা: সিনেমার পর্দায় যেমন প্রতিনিয়ত ফুটে ওঠে সম্পর্কের গল্প, লাইটস, ক্যামেরা, অ্যাকশনের বাইরেও থাকে কত রঙিন গল্প, ঘটনা। তার কিছুটা কল্পনায় বোনা আবার কিছুটা সত্যি। তেমনই পর্দার পিছনের এক গল্পকে পর্দায় তুলে আনছেন পরিচালক অরিন্দম শীল (Arindam Sil)।
৪০-এর দশকের এক চর্চিত সম্পর্কের গল্প উঠে আসবে পর্দায়। মায়াকুমারী আর কাননকুমারের জুটি পর্দায় জনপ্রিয় ছিল। কিন্তু পর্দার বাইরেও সম্পর্ক গড়ে ওঠে এই জুটির। বিবাহিতা ছিলেন মায়াকুমারী। কানন কুমারের সঙ্গে তাঁর সম্পর্ক ভালভাবে নেয়নি তৎকালীন সমাজ। পরবর্তীকালে অভিনয় ছেড়ে সংসারেই মন দিয়েছিলেন মায়াকুমারী।
কিন্তু গল্প কী শুধু এটুকুই! মায়াকুমারীর আকস্মিক মৃত্যুর পিছনে কি কোনই কারণ ছিল না? কোনও সম্পর্কের টানাপোড়েনের পিছনে আসল সত্যিটা ঠিক কী ছিল, সেই গল্পই উঠে আসবে ছবির পর্দায়। কানন কুমারের সঙ্গে যে সময়ে সম্পর্কে জড়িয়েছিলেন মায়াকুমারী, তখন শীতল ভট্টাচার্যের স্ত্রী ছিলেন তিনি।
আরও পড়ুন: Shah Rukh Khan: মেয়ে অভিনেত্রী হবে জেনে আগেই কী করে রেখেছিলেন শাহরুখ?
এই ছবির লুক ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছিল। নজর কেড়েছিল আবিরের লুক। বড় চুল, পুরনো দিনের ধাঁচে সাজানো হয়েছিল আবিরকে। 'মায়াকুমারী'তে কাননকুমার-এর ভূমিকায় দেখা যাবে আবিরকে। শুধু তাই নয়, এই ছবির লুকের জন্য আবিরকে প্রস্থেটিক মেকআপও নিতে হয়েছিল।
'মায়াকুমারী' মুক্তি পাবে ১৩ জানুয়ারি। এই ছবির মুখ্যভূমিকায় রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), আবির চট্টোপাধ্যায় (Abir Chatterjee), অরুণিমা ঘোষ (Arunima Ghosh), ইন্দ্রাশীষ রায় (Indrashish Roy), ফালাক রশিদ রায় (Falaque Rashid Roy), রজতাভ দত্ত (Rajatabha Dutta) ও অন্যান্যরা।
View this post on Instagram