Medha Shankr: ভাবমূর্তিতে আঘাত? পুরনো ছবি ভাইরাল হতেই কটাক্ষের মুখে '12th Fail'-এর মেধা
Medha Shankr: মেধার খোলামেলা ছবি মোটেই ভাল চোখে দেখেননি অনুরাগীরা। কমেন্টবক্স ভরে উঠেছে নেতিবাচক মন্তব্যে। এই ছবি অবশ্য সামপ্রতিক নয়, ইনস্টাগ্রাম বলছে এই ছবি ১১৬ সপ্তাহ আগের।
কলকাতা: 'টুয়েলভথ ফেল' (12th Fail)-এর হাত ধরে তিনি নাকি এখন জাতীয় ক্রাশ! সব প্রেমিকরাই চান, প্রেমিকা হোক তাঁর মতোই। কেবল সৌন্দর্য্যে নয়.. এমন জীবনসঙ্গী পেলে যেন বদলে যায় জীবনের অর্থই। তিনি মেধা শঙ্কর (Medha Shankr)। সোশ্যাল মিডিয়ায় এখন কার্যত ভাইরাল এই নায়িকা। তবে হঠাৎ ভাইরাল হয়েছে, মেধার পুরনো একটি ছবি। সেই দেখে রীতিমতো চটেছেন অনুরাগীরা! কিন্তু কেন?
সোশ্যাল মিডিয়ায় মেধার যে ছবিটি ভাইরাল হয়েছে, সেখানে দেখা যাচ্ছে খোলামেলা পোশাক পরে একটি জানলার ধারে বসে রয়েছেন মেধা। সাদা-হলুদ ওভারসাইজড শার্ট পরেছেন তিনি, তার এক কাঁধ নেমেছে একেবারে হাতের ওপর। দেখা যাচ্ছে মেধার ছাইরঙা স্পোর্টস ব্রা। মাথার ওপর এলো করে বাঁধা চুল। মেধা তাকিয়ে রয়েছেন জানলা দিয়ে আসা রোদের দিকে। মেধার এই খোলামেলা ছবি মোটেই ভাল চোখে দেখেননি অনুরাগীরা। কমেন্টবক্স ভরে উঠেছে নেতিবাচক মন্তব্যে। এই ছবি অবশ্য সামপ্রতিক নয়, ইনস্টাগ্রাম বলছে এই ছবি ১১৬ সপ্তাহ আগের।
সমাজমাধ্যম জুড়ে বেশ কিছুদিন ধরেই চর্চা তুঙ্গে বিধু বিনোদ চোপড়ার (Vidhu Vinod Chopra) নতুন ছবি '12th Fail'কে ঘিরে। নেটিজেনদের মুখে মুখে কেবল মনোজ কুমার শর্মার আইপিএস অফিসার হওয়ার লড়াইয়ের কাহিনি। আর তার সঙ্গেই উঠে আসে মনোজের সঙ্গে শ্রদ্ধার প্রেমের অনুষঙ্গও। গত বছর ২৯ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে (Disney+Hotstar) মুক্তি পেয়েছিল বিধু বিনোদ চোপড়ার এই ছবি। আর তারপর যেন সারা বিশ্বজুড়ে সাড়া ফেলে দিয়েছে ছবিতে মুখ্য ভূমিকায় বিক্রান্ত মেসির (Vikrant Massey) অভিনয়। সম্প্রতি ডিজনি হটস্টারের তরফে জানা গিয়েছে, ২০২৩ সালে মোস্ট ওয়াচড ছবির তালিকায় সবার প্রথমে উঠে এসেছে '12th Fail'-এর নাম।
আইপিএস অফিসার (IPS Officer) মনোজ কুমার শর্মা আর আইআরএস অফিসার শ্রদ্ধা যোশীর সত্য ঘটনা অবলম্বনে লিখিত অনুরাগ পাঠকের উপন্যাস '12th Fail' কে ঘিরেই গড়ে উঠেছে এই ছবি। ২০২৩ সালের ২৭ অক্টোবর এই ছবিটি সারা দেশ জুড়ে হিন্দি, তামিল, তেলুগু এবং কন্নড় ভাষায় মুক্তি পায়। তারপর ডিসেম্বর মাসে মুক্তি পায় ওটিটিতে। আর তারপর থেকেই ওটিটি দুনিয়ায় ঝড় তুলেছে বিক্রান্ত মেসি অভিনীত এই ছবি।
View this post on Instagram
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে