Mimi Chakraborty: রাজনীতি ছেড়েও নিস্তার নেই! মিমির পোস্ট করা ভিডিওতেও তৃণমূলকে নিয়ে কটাক্ষ
Mimi Chakraborty News: মিমির হাতের ওপর যাতায়াত করছে একটি জোঁক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে মিমি লিখেছেন, 'নো ক্যাপশন হিয়ার'
কলকাতা: তিনি ঘুরতে ভালবাসেন, স্বভাবও বেশ সাহসী। তা না হলে, যে জোঁক দেখে ভয় পায়, নুন দিয়ে মেরে ফেলতে চায়, সেই জোঁককেই নিজের হাতে তুলে নিয়ে ভিডিও করলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)-র 'সাহসী' সেই ভিডিও দেখে অবাক সবাই। তিনি অবশ্য পাহাড়ি মেয়ে। কাজেই জঙ্গল তাঁর রক্তে। আর তাই, সোশ্যাল মিডিয়ায় জোঁক হাতে ছবি পোস্ট করলেন মিমি।
কী রয়েছে সেই ভিডিওতে? সেখানে দেখা যাচ্ছে, মিমির হাতের ওপর যাতায়াত করছে একটি জোঁক। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করে মিমি লিখেছেন, 'নো ক্যাপশন হিয়ার'। মিমি পশুপ্রেমী, সম্ভবত তাইই তিনি নির্ভয়ে এই ভিডিওটি শ্যুট করেছেন নিজেই। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট করতেই অনেকে মন্তব্য করেছেন, 'তুমি খুব সাহসী। আমি হলে চিৎকার করতাম'। অন্যদিকে এই ভিডিও-র কমেন্টবক্স ভরেছে কটাক্ষেও। জোঁকের স্বভাব রক্ত চুষে খাওয়া। অনেকেই লিখেছেন, 'এভাবেই আপনার দল লোকের রক্ত চুষে নিচ্ছে'। কেউ কেউ আবার লিখেছেন, 'পিসি ভাইপো এভাবেই রাজ্যের লোকের রক্ত চুষছে'।
মিমি রাজনীতি ছাড়ার ঘোষণা করেছেন আগেই। ইস্তফাপত্রও পাঠিয়ে দিয়েছিলেন তৃণমূলের দফতরে। এর আগে, এবিপি লাইভকে (ABP Live) দেওয়া সাক্ষাৎকারে মিমি সিলমোহর দিয়েছিলেন তাঁর রাজনীতির ছাড়ার বিষয়ে। এই নিয়ে মিমি এবিপি লাইভকে বলেছিলেন, 'আমি রাজনীতি ছেড়ে দিয়েছি, আপাতত পড়াশোনাটাই ভাল করে করছি। আর তাই, রাজনীতি নিয়ে টিপস দেওয়ার জায়গাতেই আমি নেই।'
আপাতত ছবির কাজেই মন দিয়েছেন মিমি। সদ্য বাংলাদেশ ও ভারতের শিল্পীদের নিয়ে তৈরি 'তুফান' ছবির প্রথম গান প্রকাশ্যে এসেছে। এই ছবিতেই মুখ্যভূমিকায় অভিনয় করতে দেখা যাবে মিমি চক্রবর্তীকে। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির প্রথম গান 'লাগে উরা ধুরা'। শাকিব খানের (Shakib Khan) নায়িকা হিসেবে এই ছবিতে থাকবেন মিমি।
View this post on Instagram
আরও পড়ুন: Solanki Roy: সিরিয়ালের মতো বস্তাপচা গল্প ওয়েব সিরিজে? বদল আনতে কী করলেন সোলাঙ্কি?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।