Mini Official Trailer: মাসি-বোনঝি জুটির ভালবাসা থেকে খুনসুটি, প্রকাশ্যে 'মিনি'র ট্রেলার
মাসি-বোনঝির ভালোবাসা, দুষ্টুমি, খুনসুটি নিয়ে পর্দায় আসতে চলেছে 'মিনি' (Mini)। ট্রেলারে (Mini Official Trailer) নজর কাড়লেন মিমি চক্রবর্তী। আর তাঁর সঙ্গে পাল্লা দিয়ে প্রশংসিত ছোট্ট অয়ন্না চট্টোপাধ্যায়।
![Mini Official Trailer: মাসি-বোনঝি জুটির ভালবাসা থেকে খুনসুটি, প্রকাশ্যে 'মিনি'র ট্রেলার Mimi chakraborty's upcoming film mini's official trailer released, know in details Mini Official Trailer: মাসি-বোনঝি জুটির ভালবাসা থেকে খুনসুটি, প্রকাশ্যে 'মিনি'র ট্রেলার](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/09/dab91aabc7254ee7ad2da22d15b0c536_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: অবশেষে প্রকাশ্যে এল 'মিনি' ছবির ট্রেলার (Mini Official Trailer)। টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীকে (Mimi Chakraborty) এবার পর্দায় দেখা যেতে চলেছে একেবারে ভিন্ন চরিত্রে। এই ছবি আর পাঁচটা ছবির থেকে একেবারে আলাদা। মাসি-বোনঝির ভালোবাসা, দুষ্টুমি, খুনসুটি নিয়ে পর্দায় আসতে চলেছে 'মিনি' (Mini)। ট্রেলারে নজর কাড়লেন মিমি চক্রবর্তী। আর তাঁর সঙ্গে পাল্লা দিয়ে প্রশংসিত ছোট্ট অয়ন্না চট্টোপাধ্যায়। ছবিটি মুক্তি পাবে আগামী ৬ মে।
'মিনি'র ট্রেলারে নজর কাড়লেন মিমি চক্রবর্তী-
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'মিনি' ছবির ট্রেলার পোস্ট করেছেন মিমি চক্রবর্তী। সঙ্গে লেখেন, 'আসছে মাসি- বোনঝি জুটি। সঙ্গে অনেকটা ভালোবাসা আর একটু খুনসুটি। প্রকাশ্যে 'মিনি'র অফিশিয়াল ট্রেলার। ছবি মুক্তি পাবে আগামী ৬ মে।' মাসি-বোনঝির সম্পর্কের নানা দিক দেখা যেতে চলেছে এই ছবিতে। তারই কিছু কিছু অংশ দিয়ে তৈরি এই ট্রেলার। যা দেখে ইতিমধ্যেই মাসি-বোনঝি অর্থাৎ মিমি চক্রবর্তী ও অয়ন্না চট্টোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ সাধারণ নেট নাগরিক থেকে অন্যান্য় তারকা। 'মিনি' ছবির ট্রেলার দেখে আর এক টলিউড অভিনেত্রী ঋতাভরী চক্রবর্তী কমেন্টে মিমি চক্রবর্তীর প্রশংসা করে লিখেছেন, 'খুব সুন্দর লাগছে।'
আরও পড়ুন - Will Smith Updates: উইল স্মিথের বিরুদ্ধে কড়া শাস্তির ঘোষণা অ্যাকাডেমির
'মিনি' ছবির প্রেক্ষাপট-
'মিনি' ছবি বলবে ছোট্ট মেয়ে মিনির গল্প। তার গল্পের বড় অংশ জুড়ে থাকবে তার মাসি তিতলি। মিনির মাসির চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মিমি চক্রবর্তীকে। কার বয়সে এবং মস্তিষ্কে এবং চিন্তাভাবনায় বড় হওয়া প্রয়োজন আর কার কেবল লম্বা হওয়া প্রয়োজন এই দোটানায় মিমি ও তিতলি। সেই গল্পই বলবে এই ছবি। এই ছবিটি বন্ধুত্বের সম্পর্ককে সুন্দরভাবে, খানিক অন্যভাবে তুলে ধরার চেষ্টা করবে। এমন বন্ধুত্ব যেখানে বয়স কোনও সীমানা নয়। একজন মহিলা এবং একটি শিশুর বন্ধুত্বের মন ভাল করা গল্প দেখা যাবে 'মিনি' ছবিতে। ছবিতে মিমি চক্রবর্তী ও অয়ন্না চট্টোপাধ্যায় ছাড়াও মিঠু চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, কমলিকা বন্দ্যোপাধ্যাকে অভিনয় করতে দেখা যাবে। মৈনাক ভৌমিকের পরিচালনায়, স্মল টক আইডিয়াস ও এমকে মিডিয়ার প্রযোজনায় রাজ্যজুড়ে 'মিনি' মুক্তি পাবে ৬ মে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)