Mimi Chakraborty: জন্মদিনে 'ডাইনি' মিমি চক্রবর্তী, নতুন ওয়েব সিরিজে থাকছে একগুচ্ছ চমক
Mimi Chakraborty: যে পোস্টার প্রকাশ্যে এসেছে, সেখানে মিমিকে দেখা গিয়েছে হাতে দা নিয়ে। তাঁর গোটা মুখে রক্ত।

কলকাতা: জন্মদিনে 'ডাইনি' মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)। মিমির জন্মদিনে প্রকাশ্যে এল 'হইচই' (Hoichoi) -এর নতুন সিরিজের লুক। হাতে অস্ত্র, গোটা মুখে রক্ত.. মিমির এই লুক দেখে অনেকেই কার্যত চমকে উঠেছেন। এর আগে 'হইচই'-এর ওয়েব সিরিজ 'যাহা বলিব সত্য বলিব'-তে দেখা গিয়েছিল মিমিকে। দর্শকদের মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়েছিল এই সিরিজ। এবার 'ডাইনি' ওয়েব সিরিজে দেখা যাবে মিমিকে।
যে পোস্টার প্রকাশ্যে এসেছে, সেখানে মিমিকে দেখা গিয়েছে হাতে দা নিয়ে। তাঁর গোটা মুখে রক্ত। অন্ধবিশ্বাস ও কুসংস্কারের বিরুদ্ধে লড়াইয়ের গল্প বলবে এই ওয়েব সিরিজ। কিছু পুরনো ধ্যানধারণা আর তার বিরুদ্ধে লড়াই, সত্যিকে বের করে আনার এক যুদ্ধেই তুলে ধরা হবে এই ওয়েব সিরিজে। দুই বোন জড়িয়ে পড়ে একটি ডাকিনীতন্ত্রের প্যাঁচে। নির্ঝর মিত্রের পরিচালনায় নতুন এই ওয়েব সিরিজ বলবে লড়াই এবং সেই জীবনের ওঠাপড়া থেকে বেঁচে ফিরে আসার গল্প।
এর আগে এসভিএফের হয়ে প্রথম বাংলাদেশের ছবিতে কাজ করেছিলেন মিমি চক্রবর্তী। শাকিব খানের বিপরীতে তাঁর অভিনয় বাংলাদেশে যথেষ্ট প্রশংসিত হয়েছিস। এই ছবির গান 'দুষ্টু কোকিল' ও 'উরাধুরা' এই বঙ্গেও যথেষ্ট জনপ্রিয় হয়েছিল। মিমি এই সম্পর্কে বলেছিলেন, দীর্ঘদিন পরে তিনি এমন একটি কমার্শিয়াল ছবিতে অভিনয় করার সুযোগ পেয়েছেন। এই ছবির দুটি গানের জন্যই মূলত এই ছবিটি করতে রাজি হয়েছিলেন তিনি। শাকিবের সঙ্গে প্রথমবার কাজ করার অভিজ্ঞতা ভাল এমনটাও জানিয়েছিলেন মিমি।
এর আগে মিমি চক্রবর্তী 'আলাপ' ছবিতে অভিনয় করেছিলেন। আবির চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে সেই ছবিও যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। সদ্য জন্মদিন গিয়েছে মিমি চক্রবর্তীর। আর বিশেষ দিনটি তিনি বন্ধুদের সঙ্গেই কাটিয়েছেন। কেক কেটে উদযাপন করেছেন জন্মদিন। তবে সোশ্যাল মিডিয়ায় জন্মদিন উদযাপনের কোনও ছবি শেয়ার করে নেননি মিমি। অন্যদিকে মিমিকে 'ডাইনি'-র পোস্টার শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন মহেন্দ্র সোনি। অন্যদিকে শুভশ্রী গঙ্গোপাধ্যায় মিমির এই সিরিজের পোস্টার দেখে লিখেছেন যে তিনি অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিরিজটি দেখার জন্য।
View this post on Instagram
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
