Mimi Chakraborty: লুচি আর রসগোল্লার রস! পুজোয় ডায়েট ভুলে ভুরিভোজ মিমির
Mimi Chakraborty News: মিমির একটা অদ্ভুত পছন্দ রয়েছে। তিনি নাকি রসগোল্লার রস দিয়ে লুচি খেতে ভীষণ ভালবাসেন।
![Mimi Chakraborty: লুচি আর রসগোল্লার রস! পুজোয় ডায়েট ভুলে ভুরিভোজ মিমির Mimi Chakraborty shares video of having bengali breakfast at Durga Puja 2024 Entertainment News Mimi Chakraborty: লুচি আর রসগোল্লার রস! পুজোয় ডায়েট ভুলে ভুরিভোজ মিমির](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/10/11/9ae680a799702262172e5e2508dffbef172861998854749_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: তাঁকে ফিটনেস ফ্রিক বললে ভুল হবে না। টলিউডের অন্যতম ফিট অভিনেত্রী তিনি। গোটা বছরটাই কাটে কড়া ডায়েট আর শরীরচর্চায়। তবে পুজোর কয়েকটা দিন তিনি একেবারে অন্য মানুষ। ডায়েট ভুলে, পুজোর আনন্দে মাতেন তিনি। আর আবাসনের পুজো তাঁর এক্কেবারে বাড়ির পুজোয় মতোই। সেখানে একেবারে ঘরের মেয়ের মতোই সবসময় দেখা যায় তাঁকে। মিমি চক্রবর্তী (Mimi Chakraborty)-কে। তবে তাঁর পুজোর ডায়েটে কী থাকছে? সোশ্যাল মিডিয়ায় সেই ছবিই শেয়ার করে নিলেন অভিনেত্রী।
মিমির একটা অদ্ভুত পছন্দ রয়েছে। তিনি নাকি রসগোল্লার রস দিয়ে লুচি খেতে ভীষণ ভালবাসেন। এই কথা এবিপি লাইভ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে আগেই বলেছিলেন তিনি। আজ সোশ্যাল মিডিয়াতেও দেখা গেল সেই ছবিই। সোশ্যাল মিডিয়ায় একটি ছোট্ট ভিডিও আপলোড করে নিয়েছেন মিমি। সেখানে তিনি বলছেন, 'অষ্টমী আর নবমী স্পেশাল জলখাবার.. লুচি, আলুর তরকারি, তার মধ্যে রসগোল্লার রসটা চিপে নিয়ে, ডুবিয়ে ডুবিয়ে খাওয়া।' পাশেই বসে মিমির পোষ্য। মিমি তাকে প্রশ্ন করছেন, 'এবারে তোমার পুজোর মেনু কী?' এক্কেবারে পাশের বাড়ির মেয়ে যেন মিমি।
সোশ্যাল মিডিয়াতে এর আগেও মা দুর্গা ঘরে আসার ছবি শেয়ার করে নিয়েছিলেন তিনি। এই কয়েকটা দিন তাঁর কাটে আবাসনের পুজোতেই। নিজের হাতে মাকে গয়না পরান মিমি। অঞ্জলি থেকে শুরু করে পুজোর কাজ.. সবেতেই থাকেন মিমি। ধুনুচি নাচে প্রত্যেকবার তাঁর থাকা চাইই চাই। গতকাল অর্থাৎ সপ্তমীর দিন সোশ্যাল মিডিয়ায় মিমির একটি ছোট্ট ভিডিও শেয়ার করে নিয়েছিলেন বন্ধু অনিন্দ্য। সেখানে দেখা গিয়েছিল, গানের তালে মিমি জমাটি নাচ করছেন। শাড়ি পরে। সেই ভিডিও শেয়ার করে অভিনেতা লিখেছিলেন, 'সপ্তমীর দিন আনপ্লাগ্ড মিমি চক্রবর্তী'। মিমিকে দেখা গিয়েছিল হিন্দি গানের তালে নাচ করতে।
কাজের ক্ষেত্রে, বাংলাদেশে সদ্য কাজ করে এসেছেন মিমি চক্রবর্তী। শাকিব খানের বিপরীতে তাঁর অভিনয় করা ছবি 'তুফান' মুক্তি পেয়েছে দুই দেশেই। বাংলাদেশে খুব ভাল ব্যবসা করলেও বাইরে এই ছবি তেমন পা জমাতে পারেনি।
View this post on Instagram
আরও পড়ুন: Durga Puja 2024: দেবী দুর্গার বোধনে কাজল-রানি, ষষ্ঠীতে মুম্বইয়ের মণ্ডপে ক্যামেরাবন্দি দুই বোন
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)