Allu Arjun: 'অল্লুর উচিত মোটা অঙ্কের ক্ষতিপূরণ দেওয়া', পদপিষ্ট হয়ে মৃতার পরিবারের হয়ে সওয়াল তেলঙ্গানার মন্ত্রীর
Allu Arjun News: মন্ত্রীর মতে, বক্সঅফিসে অল্লু অর্জুনের ছবির আয়ের অঙ্ক কোটি কোটি টাকা। এই ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া উচিত অল্লু অর্জুনের।
কলকাতা: বিতর্ক যেন পিছু ছাড়ছে না অল্লু অর্জুন (Allu Arjun)-এর। হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটারে মহিলার পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় দায়ি করা হয়েছিল অল্লু অর্জুনকে। কারণ হিসেবে দেখানো হয়েছিল, তিনি নাকি পুলিশকে না জানিয়েই হঠাৎ পৌঁছে গিয়েছিলেন সন্ধ্যা থিয়েটারে। তার ফলে যা হওয়ার তাই ঘটে। প্রিয় তারকাকে একবার সামনে থেকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় দর্শকদের মধ্যে। আর তার ফলেই পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় রেবতী নামে এক মহিলার। গুরুতর আহত হয় তাঁর ৯ বছরের পুত্রসন্তান। এখনও সে রয়েছে ভেন্টিলেশনে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় অল্লু অর্জুন সোশ্যাল মিডিয়ায় দুঃখপ্রকাশ করেছিলেন। তিনি ওই পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসও দিয়েছিলেন। তিনি জানিয়েছেন ওই ৯ বছরের শিশুর চিকিৎসার সমস্ত খরচ তিনি বহন করতে প্রস্তুত। পাশাপাশি ওই পরিবারকে তিনি ২৫ লক্ষ টাকা সাহায্য করতে চান। তবে এ বার অল্লু অর্জুনকে ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তুললেন তেলঙ্গানার সড়ক ও সিনেমাটোগ্রাফি মন্ত্রী কোমাতিরেড্ডি ভেঙ্কট রেড্ডি।
ঠিক কী বলেছেন ভেঙ্কট রেড্ডি। তাঁর মতে, বক্সঅফিসে অল্লু অর্জুনের ছবির আয়ের অঙ্ক কোটি কোটি টাকা। এই ঘটনায় ক্ষতিপূরণ দেওয়া উচিত অল্লু অর্জুনের। হতভাগ্য সেই পরিবারকে মাত্র ২৫ লাখ টাকা দেওয়াটাই যথেষ্ট নয়, বরং আরও মোটা টাকা তুলে দেওয়া উচিত অল্লুর। মন্ত্রীর দাবি, মা ও ছেলের জন্য অল্লু অর্জুনকে ২০ কোটি করে টাকা দেওয়া উচিত। ছবির বক্স অফিসের সংগ্রহ থেকেই এই ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা বলেন অল্লু অর্জুন।
রবিবার অল্লুর হায়দরাবাদের জুবিলি হাউসের বাড়িতে বিক্ষোভ দেখানোর সময় এক দল মানুষ পাথর ছুড়েছেন বলে অভিযোগ। রবিবার অল্লু সমাজমাধ্যমে নিজের অনুরাগীদের উদ্দেশে বার্তা দিয়ে সকলকে শান্ত থাকার অনুরোধ জানান। ইনস্টাগ্রামে অল্লু লেখেন, ‘আমি আমার সকল অনুরাগীদের অনুরোধ জানাব, তাঁরা যেন আবেগ প্রকাশের সময় দায়িত্বজ্ঞান বজায় রাখেন, যেমন তাঁরা সব সময়ই করে থাকেন এবং অনলাইন বা অফলাইনে কোনও অশালীন মন্তব্য বা আচরণ করা থেকেও বিরত থাকুন।’ শুধু তাই নয়, অল্লু হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন কোনও ভুয়ো প্রোফাইল থেকে তাঁর অনুরাগী সেজে যদি কেউ এমন কোনও কাজ করেন তা হলে আইনি পদক্ষেপ করতে বাধ্য হবেন তিনি। নিজের ভক্তদের উদ্দেশে তাঁর অনুরোধ, ‘এ ধরনের কোনও পোস্টের সঙ্গে জড়িয়ে পড়বেন না।‘ ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে ৮ অভিযুক্তকে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।