Mir Afsar Ali: রুক্মিণীর 'বিনোদিনী' তে গুরুত্বপূর্ণ চরিত্রে মীর, প্রকাশ্যে প্রথম ঝলক
Mir Afsar Ali News: আজ প্রকাশ্যে এল তাঁর লুক। এই লুকে কার্যত অচেনা মীর।
কলকাতা: ধীরে ধীরে প্রকাশ্যে আসছে এই ছবির একাধিক লুক। আর এবার প্রকাশ্যে এক 'বিনোদিনী' ছবিতে গুরমুখ রাই চরিত্রের ছবি। রামকমল মুখোপাধ্যায় (Ram Kamal Mukherjee) পরিচালিত এই ছবিতে গুরমুখ রাইয়ের ভূমিকায় দেখা যাবে মীর আফসর আলিকে। আজ প্রকাশ্যে এল তাঁর লুক। এই লুকে কার্যত অচেনা মীর। হাতে হুঁকো, মাথায় টুপি দিয়ে 'গুরমুখ রাই'-এর চরিত্রের লুক আজ প্রকাশ্যে এসেছে। সঙ্গে লেখা হয়েছে, 'স্বার্থ এবং স্বার্থপরতার এক বিরল দর্শক ছিলেন বাংলার ধনী ব্যবসায়ী গুরমুখ রাই। শুধু বিনোদিনী নয়, তাঁর কথার মর্যাদা রাখতে অক্ষম হয়েছিলো গোটা বঙ্গ সমাজ।' এর আগে প্রকাশ্যে এসেছিল এই ছবিরে শ্রীরামকৃষ্ণের লুক। এই চরিত্রে দেখা যাবে, চন্দন রায় সান্য়াল (Chandan Roy Sanyal) -কে।
অন্যদিকে আজ একটি বিশেষ দিন পর্দার 'বিনোদিনী' রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) ও রামকমলের জন্য। ছবি শুরু হওয়ার আগেই মানত করেছিলেন পরিচালক। ছবির কাজ করতে গিয়ে যখন বিনোদিনীর জীবনকে কাছ থেকে জানতে পেরেছিলেন, বুঝেছিলেন কেন 'স্টার' থিয়েটারের নাম হওয়া উচিত বিনোদিনী থিয়েটার। সেই অপেক্ষার অবসান হয়েছে। স্টার থিয়েটার এখন বিনোদিনী থিয়েটার। সদ্যই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ঘোষণা করেছেন, স্টার থিয়েটারের নাম হবে বিনোদিনী থিয়েটার। স্বপ্ন সত্যি হয়েছে রামকমল মুখোপাধ্যায়ের। আর তাই, আজ দক্ষিণেশ্বর মন্দিরে প্রদীপ জ্বালিয়ে পুজো দেবেন তিনি। প্রদীপের সংখ্যায় রয়েছে বিশেষত্ব। রামকমল মানত করেছিলেন, স্টার থিয়েটারের নাম বদল হতে যত বছর সময় লাগবে, অপেক্ষা করতে হবে যত বছর, ঠিক ততগুলোই প্রদীপ জ্বালাবেন তিনি। আর সেই হিসেব থেমে গিয়েছে ১৪০ -এ। রামকমল ১৪০ প্রদীপ ভাসাবেন আজ দক্ষিণেশ্বরের গঙ্গায়। সঙ্গে থাকবেন পর্দার 'নটি বিনোদিনী' রুক্মিণী মৈত্র (Rukmini Maitra)।
সোশ্যাল মিডিয়ায় আজ একটি ভিডিও শেয়ার করে নিয়েছেন রুক্মিণী নিজেই। সেখানে তিনি জানিয়েছেন দক্ষিণেশ্বর মন্দিরে গিয়ে তাঁর পুজো দেওয়ার কথা। আনন্দে উচ্ছ্বসিত রুক্মিণী। শুধুমাত্র স্বপ্নপূরণ হয়েছে বলে নয়, আজ তিনি কালী মায়ের সঙ্গে দেখা করবেন বলে। শ্রীরামকৃষ্ণের আশীর্বাদধন্যা ছিলেন বিনোদিনী। সেই কারণেই দক্ষিণেশ্বর মন্দিরকে বেছেছিলেন তাঁরা। স্বপ্নপূরণ হতে উচ্ছ্বসিত রামকমলও। জানিয়েছিলেন শ্যুটিংয়ের সময়েই রুক্মিণীর সঙ্গে তাঁর কথা হত বিনোদিনীকে নিয়ে। সেই সময়েই তিনি রুক্মিণীকে বলেছিলেন তাঁর এই মানতের কথা। স্বপ্নপূরণ হতে রুক্মিণীই নাকি তাঁকে মনে করিয়ে দিয়েছেন এই কথা। সেই কথা মতো আজ মন্দিরে পুজো দিতে যাবেন তাঁরা।
View this post on Instagram