Mission Majnu: প্রকাশ্যে এল 'মিশন মজনু' ছবির দেশাত্মবোধক গান
New Song: গানটি গেয়েছেন সোনু নিগম (Sonu Nigam), লিখেছেন মনোজ মুনতাসির ও সঙ্গীত পরিচালনা করেছেন রোচক। গানে তাঁদেরও দেখা গেছে।
মুম্বই: মুক্তির অপেক্ষায় স্পাই থ্রিলার (Spy Thriller) ঘরানার ছবি 'মিশন মজনু' (Mission Majnu)। অভিনয়ে সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও রশ্মিকা মান্দান্না (Rashmika Mandanna)। বুধবার প্রকাশ্যে এল ছবির দেশাত্মবোধক গান, 'মাটি কো মা কেহতে হ্যায়' (Maati Ko Ma Kehte Hain)।
প্রকাশ্যে এল 'মিশন মজনু'র নতুন গান
বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে নতুন গান পোস্ট করেন সিদ্ধার্থ। ক্যাপশনে লেখেন, 'আমরা মাটিকে মা বলি। এই বছরের দেশাত্মবোধক অ্যান্থেম।' এই নতুন গানটি মূলত দেশমাতৃকার জন্য যাঁরা তাঁদের প্রাণ বলিদান করেছেন তাঁদের উদ্দেশে তৈরি। তাঁদের শ্রম, সাহসকে কুর্নিশ জানিয়েই তৈরি এই গান।
View this post on Instagram
গানটি গেয়েছেন সোনু নিগম (Sonu Nigam), লিখেছেন মনোজ মুনতাসির ও সঙ্গীত পরিচালনা করেছেন রোচক। গানে তাঁদেরও দেখা গেছে।
আরও পড়ুন: 'Bholaa' New Poster: ফের বড়পর্দায় অজয় দেবগণ ও তব্বু জুটি, প্রকাশ্যে 'ভোলা'র নতুন পোস্টার
দিন কয়েক আগে মুক্তি পেয়েছে এই ছবির ট্রেলার। প্রকাশ্যে আসে ছবির প্রেমের গান 'রব্বা জান্দা'। ছবিতে পাকিস্তানের এক অফিসারের চরিত্রে অভিনয় করছেন সিদ্ধার্থ। বলিউডে প্রথমবার জুটি বাঁধছেন সিদ্ধার্থ-রশ্মিকা। ২০ জানুয়ারি ওয়েব প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি।