Mithun Chakraborty Birthday: একনজরে মিঠুন চক্রবর্তীর ছবির সেরা ১০ গান
Mithun Chakraborty: আজ মিঠুন চক্রবর্তীর জন্মদিনে দেখে নেওয়া যাক তাঁর ছবির সেরা ১০টি গান।
কলকাতা: আজ জন্মদিন বাংলা তথা দেশের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty)। অভিনয় থেকে নাচে আসমুদ্র হিমাচলকে বিনোদন দিয়ে গিয়েছেন বহু বছর ধরে। কখনও তাঁর অভিনয়ে দর্শক মুগ্ধ হয়ে গিয়েছে। আবার কখনও তাঁর নাচে মাতোয়ারা হয়ে গিয়েছে। আজ মিঠুন চক্রবর্তীর জন্মদিনে (Mithun Chakraborty Birthday) দেখে নেওয়া যাক তাঁর ছবির সেরা ১০টি গান।
১. 'ইয়াদ আ রহা হ্যায় তেরা পেয়ার'- মিঠুন চক্রবর্তীর সেরা গানের তালিকা হবে আর তাতে 'ডিস্কো ডান্সার'-এর গান থাকবে না, তা তো হতে পারে না। তাই এই ছবির সমস্ত গানই। এর মধ্যে একটিকে বেছে নিতে হলে 'ইয়াদ আ রহা হ্যায় তেরা পেয়ার'।
২. 'জিমি জিমি জিমি আজা আজা আজা'- এটা শুধু একটা গান নয়। এটা মিঠুন চক্রবর্তীর প্রতিশব্দও বলতে পারেন। আজকের দিনেও গোটা রাশিয়া তো বটেই, এই পৃথিবী মিঠুন চক্রবর্তী বলতে এই গানটিকেই বোঝে।
৩. 'পেয়ার কভি কম নেহি কর না'- 'প্রেম প্রতিজ্ঞা' ছবির এই রোম্যান্টিক গানে দুলে উঠেছিল আসমুদ্র হিমাচল।
৪. 'তুমসে মিলকর না জানে কিঁউ'- 'পেয়ার ঝুকতা নেহি' ছবির এই গান বলিউডের অন্যতম রোম্যান্টিক গান হিসেবে আজও পরিচিত। সাব্বির কুমার ও মিঠুন চক্রবর্তীর যুগলবন্দি অতুলনীয়।
৫. 'জুবি জুবি জুব্বি'- 'ডিস্কো ডান্সার' তো হয়ে গিয়েছিল আগেই। মিঠুন চক্রবর্তীর ডান্সার তকমা সেঁটেই ছিল। তাই তৈরি হয় 'ডান্স ডান্স' ছবিটি। এই ছবির এই গানেই মেতে উঠেছিল গোটা দেশ।
৬. 'ঘুটুর ঘুটুর'- মিঠুন চক্রবর্তীর কেরিয়ারে 'দালাল' ছবির ভূমিকা অনস্বীকার্য। এ গানকে আপনি চটুলই বলুন অথবা পছন্দই করুন, এই গান শোনেননি এমন ভারতীয় বোধহয় নেই।
৭. 'মুঝকো পিনা হ্যায় পিনে দো'- 'ফুল অউর অঙ্গার'। এই ছবি সেই সময়ে সুপারহিট হয়। ছবির সঙ্গে গানও দারুণ জনপ্রিয়তা পায়। তবুও বিরহে কাতর মিঠুন চক্রবর্তী পর্দায় মহম্মদ আজিজের কন্ঠে গাইছিলেন 'মুঝকো পিনা হ্যায় পিনে দো', তখন তাঁর সঙ্গে বিরহ যেন তাঁর অনুরাগীদের মধ্যেও ছড়িয়েছিল।
৮. 'আজ পহেলি বার দিলকি বাত কি হ্যায়'- 'তড়িপার' ছবিটি বক্স অফিসে তেমন সাফল্য না পেলেও ছবিতে মিঠুন চক্রবর্তী ও পূজা ভট্টের অনস্ক্রিন কেমিস্ট্রি দর্শকের কাছে দারুণ জনপ্রিয় হয়। পাশাপাশি এই ছবির এই গান আজও বাজতে শোনা যায়।
৯. 'তুম শরমাকে দেখোগি জিসে'- 'জখমি সিপাহি' ছবির গান এটি। ছবিটি খুব বেশি হিট হয়নি। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্তর সঙ্গে পর্দায় এই গান বিপুল জনপ্রিয়তা পায়।
১০. 'আঁখো মে কেয়া'- মিঠুন চক্রবর্তীর ফিল্মি কেরিয়ারের কথা বলবেন আর সেখানে 'জল্লাদ' ছবির নাম উঠে আসবে না তা হয় না। তাই সেরা দশের তালিকায় উঠে আসবে 'জল্লাদ' ছবির এই গান।