Mithun Dev: ত্রিকোণ প্রেম, পুরনো জুটির নস্ট্যালজিয়া, 'প্রজাপতি'-র প্রাণ মিঠুন-দেবের সমীকরণই
Projapoti by Mithun Dev: এই ছবি এক বাবা ছেলের সমীকরণের গল্প বলবে। দেবের বিয়ের জন্য মেয়ে খুঁজে আনতে উদ্যোগী মিঠুন। পুরনো বন্ধুর মেয়েকে দেবের জন্য পছন্দও করে ফেলেন 'বাবা' মিঠুন
কলকাতা: শুধু প্রেম নয়, সম্পর্ক নয়, এই গল্প বাবা-ছেলের সম্পর্কের সমীকরণের। এক বয়স্ক বাবা আর তাঁর একমাত্র ছেলে, এই নিয়েই সংসার। ছেলেকে বিয়ে করার জন্য রোজই অনুনয় বিনয় করে বাবা, কিন্তু ছেলে? অন্যদের বিয়ের আয়োজন করলেও, নিজে বিয়ে করতে সে নারাজ!
মুক্তি পেল মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty), দেব (Dev), মমতা শঙ্কর (Mamata Shankar), শ্বেতা ভট্টাচার্য্য (Sweta Bhattacharyya), কৌশানী মুখোপাধ্যায় (Kaushani Mukherjee), খরাজ মুখোপাধ্যায় (Khoraj Mukherjee) অভিনীত 'প্রজাপতি' (Projapoti)-র ট্রেলার। এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে দেব ও মিঠুনকে। অন্যদিকে 'মৃগয়া' (Mrigoya) ছবির দীর্ঘদিন পরে একসঙ্গে পর্দা ভাগ করে নেবেন মিঠুন ও মমতা শঙ্কর।
আরও পড়ুন: Karan Johar: তাঁর বায়োপিকে অভিনয়ের জন্য সঠিক কে? পছন্দের তারকার নাম প্রকাশ কর্ণর
এই ছবি এক বাবা ছেলের সমীকরণের গল্প বলবে। দেবের বিয়ের জন্য মেয়ে খুঁজে আনতে উদ্যোগী মিঠুন। পুরনো বন্ধুর মেয়েকে দেবের জন্য পছন্দও করে ফেলেন 'বাবা' মিঠুন। কিন্তু পেশায় ওয়েডিং প্ল্যানার দেবের পছন্দ শ্বেতাকে। মন না প্রয়োজন, কাকে বেছে নেবে দেব, সেই উত্তর দেবে অভিজিৎ সেন (Avijit Sen)-এর 'প্রজাপতি'।
২৩ ডিসেম্বর 'হামি ২' (Haami 2) ও হত্যাপুরী (Hatyapuri)-র সঙ্গে পাল্লা দিতে পর্দায় আসছে 'প্রজাপতি'।
View this post on Instagram