এক্সপ্লোর
Advertisement
সেনা তহবিলে ৫ কোটি দিতে নারাজ, এমএনএস-এর হুমকি ফারহান আখতারকে
মুম্বই: তাঁর প্রযোজিত ছবি ‘রইস’-এ কাজ করেছেন পাক শিল্পী মাহিরা খান। কিন্তু ফারহান আখতার জানিয়ে দিয়েছেন, মহারাষ্ট্র নবনির্মাণ সেনার দাবি মেনে ছবি মুক্তির শর্ত হিসেবে তিনি সেনা তহবিলে ৫ কোটি টাকা দেবেন না। ফলে ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এর পর ‘রইস’-এর মুক্তি নিয়েও দেখা দিয়েছে সংশয়। এমএনএস মন্তব্য করেছে, ছবি মুক্তির সময় হোক, তারপর দেখা যাবে।
কর্ণ জোহরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’-এ পাকিস্তানের ফাওয়াদ খান অভিনয় করায় তার মুক্তি নিয়ে প্রবল জলঘোলা হয়। এমএনএস জানিয়ে দেয়, ফাওয়াদের অংশ বাদ দিলে তবেই মুক্তি পাবে ওই ছবি। শেষমেষ এমএনএস সুপ্রিমো রাজ ঠাকরের নির্দেশ মত ছবি মুক্তির শর্ত হিসেবে সেনা তহবিলে ৫ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন জোহর। কিন্তু সেনা জানিয়ে দেয়, যেহেতু তিনি নিজের থেকে ওই টাকা দেননি, তাই তা গ্রহণ করার প্রশ্ন নেই। একই কথা বলেন প্রতিরক্ষামন্ত্রী মনোহর পর্রীকরও। তবে জোহর টাকা দিতে আপত্তি না করায় নির্বিঘ্নে মুক্তি পায় ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।
কিন্তু ফারহানের বক্তব্য, এমএনএস ও জোহরের ওই বোঝাপড়া মারাত্মক দৃষ্টান্ত তৈরি করেছে। তাঁর পরিষ্কার কথা, যেহেতু সেনা ওই টাকা নিতে চায়নি, তাই তিনি টাকা দেবেন না। তাঁর কথায়, একটি রাজনৈতিক দল হামলা চালানোর হুমকি দিচ্ছে বলেই কেন তাদের কথা মেনে চলতে হবে। যেখানে সরকারের এ ব্যাপারে কোনও শর্ত নেই।
এমএনএস সিনে উইং সভাপতি অমিয় খোপকর অবশ্য ফারহানের মন্তব্য নিয়ে বিশেষ কিছু বলেননি। তাঁর ইঙ্গিতপূর্ণ মন্তব্য, ছবি মুক্তির সময় আসুক, তখন দেখা যাবে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আন্তর্জাতিক
খবর
খবর
Advertisement