এক্সপ্লোর
'তাল সে তাল মিলা'-র ছন্দে বৃষ্টিতে ভিজে নাচ মনামীর! দেখেছেন সেই ভিডিও?
নিজের বাড়িতেই নাচের অনুশীলন চালিয়ে যাচ্ছেন মনামী ঘোষ। 'তাল সে তাল মিলা' গানের তালে পা মিলিয়ে নাচ করলেন, পোস্ট করলেন ভিডিও।

কলকাতা: লকডাউনে বাড়িতে বসে গোটা কলকাতা। করোনা আতঙ্ক ঘরবন্দি করে রেখেছে সাধারণ মানুষ থেকে সেলেব্রিটিদের। নিজের বাড়িতেই নাচের অনুশীলন চালিয়ে যাচ্ছেন মনামী ঘোষ। 'তাল সে তাল মিলা' গানের তালে পা মিলিয়ে নাচ করলেন, পোস্ট করলেন ভিডিও। অভিনয়ের পাশাপাশি নাচ মনামীর অন্যতম পছন্দের শিল্প। লকডাউনের বিরক্তি কাটাতে বাড়িতেই নাচের অনুশীলন চালিয়ে যাচ্ছেন তিনি। ইনস্টাগ্রামে হামেশাই পোস্ট করছেন নাচের ছবি, ভিডিও। সারাবছর শ্য়ুটিং-এর চাপে নিজের জন্য সময় হয়না। তাই লকডাউনে নিজের পছন্দের শিল্পের সঙ্গে সময় কাটাচ্ছেন অভিনেত্রী। ভিডিওতে দেখা যাচ্ছে, নিজের বাড়ির বারন্দাকেই সুন্দর করে সাজিয়ে নিয়েছেন মনামী। তারপর সাদা লেহেঙ্গায় নাচের ঝড় তুলেছেন রঙিন বারন্দায়। কখনও বৃষ্টিতে, কখনও হাওয়ায়, মনামীর প্রানবন্ত নাচ মুগ্ধ করেছে অনুরাগীদের। বলিউডের 'তাল' ছবির জনপ্রিয় গান 'তাল সে তাল মিলা'র ছন্দে নাচ করেছেন মনামী। নিজের ইউটিউব চ্যানেল থেকে গোটা ভিডিওটি পোস্ট ও করেছেন তিনি। তবে এই প্রথম না, এর আগে সদ্য জনপ্রিয় হওয়া 'গেন্দা ফুল' গানের ছন্দেও পা মিলিয়েছিলেন মনামী। আগামীদিনে শিবপ্রসাদ-নন্দিতা রায় পরিচালিত 'বেলাশুরু' ছবিতে দেখা যাবে তাঁকে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















