Mouni Roy: মৌনীর নতুন ইনিংস, ভিন্ন স্বাদের পদ নিয়ে মায়ানগরীতে হাজির বঙ্গকন্যা
Actress Mouni Roy: কেরিয়ারের ভাল সময়ে রয়েছেন মৌনী। তাঁর শেষ ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra) বক্সঅফিসে সাফল্য পেয়েছিল। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও সুখী তিনি।
কলকাতা: অভিনেত্রী মৌনী রায়ের (Mouni Roy) নতুন ইনিংস। মায়ানগরীতে রেস্তোরাঁ খুললেন বঙ্গকন্যা। ভারতীয় সুস্বাদু খানার টান, আকর্ষণীয় সাজসজ্জাই এই রেস্তোরাঁর মূল আকর্ষণ হতে চলেছে। বিশেষ ডিশ হিসেবে থাকছে মৌনীর পছন্দের সব খাবার।
কেরিয়ারের ভাল সময়ে রয়েছেন মৌনী। তাঁর শেষ ছবি ব্রহ্মাস্ত্র (Brahmastra) বক্সঅফিসে সাফল্য পেয়েছিল। অন্যদিকে ব্যক্তিগত জীবনেও সুখী তিনি। দীর্ঘদিনের বন্ধু ও প্রেমিক সূর্য নাম্বিয়ার (Suraj Nambia)-র সঙ্গে বিয়ে সেরেছেন মৌনী। আর এবার শুরু তাঁর নতুন ইনিংস। ডায়েটে ভীষণ নজর দিতে হলেও, মৌনী আসলে বেশ খাদ্যরসিক। আর তাই, ব্যবসার মাধ্যম হিসেবে মৌনী বেছে নিয়েছেন রেস্তোরাঁকে। মুম্বইতে খোলা তাঁর এই নতুন রেস্তোরাঁর নাম বদমাশ (Badmaash)।
এই রেস্তোরাঁ সম্পর্কে কথা বলতে গিয়ে মৌনী বলেন, 'বদমাশ- এর উদ্যোগের কথা বলতে গিয়ে আমার গায়ে কাঁটা দিচ্ছে। আমি প্রচন্ড উৎসাহী। এই রেস্তোরাঁ, ভারতীয় খাবারের প্রতি আমার ভালবাসাকে তুলে ধরবে। নতুন ইনিংসে আমার সফর নিয়ে বলতে আমি ভীষণ আগ্রহী। এই রেস্তোরাঁয় আমার ব্যক্তিগত পছন্দের ডিশ হল, Stir-fried Mushroom Milagu with Shimeji Crisps। আমি অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছি, খাদ্যরসিকেরা কবে এই পদটি চেখে দেখবেন। আরও একটি পদ এই রেস্তোরাঁয় এলে অবশ্যই খাবেন। সেটি হল Mounilicious cocktail।'
বাঘের ত্বকের মতো ডোরাকাটা রঙে সাজিয়ে তোলা হয়েছে এই রেস্তোরাঁ। সেইসঙ্গে রয়েছে ধূসর, সোনালী, বাদামি ও সবুজের সঠিক মিশেল। ঝলমলে সাজের এই রেস্তোরাঁ একইসঙ্গে আকর্ষণীয় ও এনার্জটিকও বটে। মৌনীর হাতেই পথ চলা শুরু হল 'বদমাশ'-এর।
সদ্য, কান চলচ্চিত্র উৎসবে সামিল হয়েছিলেন মৌনী। সেখানে নজর কেড়েছিল, চর্চায় এসেছিল মৌনীর ফ্যাশন, পোশাক। মৌনী কলকাতার মেয়ে, বাংলাও জানেন ভালই। সদ্য একটি প্রথম সারির চ্যানেলে নাচের রিয়্যালিটি শো-এর বিচারকের আসনে থাকছিলেন মৌনী। তবে বিভিন্ন কাজ থাকার কারণে এই শো-তে অনিয়মিত হয়ে পড়েছেন তিনি। তবে বাঙালি দর্শকদের মনেও জায়গা রয়েছে এই বঙ্গকন্যার জন্য। সম্প্রতি আইফা অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও হাজির হয়েছিলেন মৌনী। আবু ধাবি থেকে পুরস্কারও জিতে এসেছেন মৌনী।
Holding the most prestigious award with the joy and light of my life. Thank you @iifa family for this incredible honour🤍#brahamastra #dreamcometrue
— Mouni Roy Nambiar (@Roymouni) May 27, 2023
ॐ नमः शिवाय pic.twitter.com/7dkHeXeuft
আরও পড়ুন: Oily Scalp: 'অয়েলি স্ক্যাল্প'-এর সমস্যা দূর করতে প্রতিদিনের জীবনে কী কী নিয়ম মেনে চলা প্রয়োজন?
আরও পড়ুন: Healthy Cooking Oils: সুস্বাস্থ্যের অধিকারী হতে চাইলে রান্নায় ব্যবহার করুন এই ৫টি 'হেলদি কুকিং অয়েল'