(Source: ECI/ABP News/ABP Majha)
Moushumi Chatterjee on Jaya Bachchan: 'জয়া বচ্চনের থেকে ভাল মানুষ' মৌসুমী চট্টোপাধ্যায়, পাপারাৎজিদের বললেন অভিনেত্রী
Viral Video: পাপারাৎজিদের সঙ্গে কথোপকথনের সময় মৌসুমী চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, 'যদি আপনারা না থাকতেন তাহলে আমাদের কী হত?' নাম না করে তিনি যেন জয়া বচ্চনের সঙ্গেই তুলনা টানলেন।
নয়াদিল্লি: সম্প্রতি মুম্বইয়ে একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের (Award Ceremony) মঞ্চ আলো করে ছিলেন প্রবীণ অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় (Moushumi Chatterjee)। তবে ঝাঁ চকচকে সেই অনুষ্ঠানের মধ্যেও একটি ভিডিও যা ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায় তা হল জয়া বচ্চন (Jaya Bachchan) সম্পর্কে মৌসুমীর একটি 'সমালোচনামূলক' মন্তব্য। পাপারাৎজিদের প্রতি অমিতাভ জায়ার ব্যবহার প্রসঙ্গে কী মন্তব্য করলেন মৌসুমী?
জয়া বচ্চন প্রসঙ্গে 'সমালোচনামূলক' মন্তব্য মৌসুমী চট্টোপাধ্যায়ের
পাপারাৎজিদের সঙ্গে কথোপকথনের সময় মৌসুমী চট্টোপাধ্যায়কে বলতে শোনা যায়, 'যদি আপনারা না থাকতেন তাহলে আমাদের কী হত?' নাম না করে তিনি যেন জয়া বচ্চনের সঙ্গেই তুলনা টানলেন। জয়া বচ্চন যে মাঝেমধ্যেই পাপারাৎজিদের দেখে 'বিরক্ত' হন, চটে যান সেই খবর সকলেরই জানা। এই আবহে পাপারাৎজিদের সামনে মৌসুমীকে বলতে শোনা যায়, 'আমি জয়া বচ্চনের থেকে মানুষ হিসেবে অনেকটা ভাল।'
তারকারা কীভাবে পাপারাৎজিদের সঙ্গে জড়িত হন, কথা বলেন, সে সম্পর্কে আরও বেশি সংখ্যক লোকের কথা বলার সঙ্গে সঙ্গে, মৌসুমী চট্টোপাধ্যায়ের এমন মন্তব্য অনলাইনে উত্তপ্ত বিতর্কের সৃষ্টি করেছে। জয়া বচ্চনের এমন ব্যবহার সম্পর্কে তাঁর মেয়ে শ্বেতা একবার বলেছিলেন, 'যখন তাঁর আশেপাশে অনেক লোক থাকেন তখন মায়ের খুব দমবন্ধ লাগে। মানুষ যখন তাঁকে জিজ্ঞাসা না করে ছবি তোলেন তা তিনি পছন্দ করেন না। সেই চিন্তাধারা থেকেই এমন অবস্থান তাঁর।'
View this post on Instagram
আরও পড়ুন: Dev: দাসপুরে ভস্মীভূত কারখানা পরিদর্শন, প্রশাসনিক সাহায্যের আশ্বাস ঘাটালের তৃণমূল প্রার্থী দেবের
প্রসঙ্গত, গত বছরই এক সাক্ষাৎকারে অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায় জানান যে গুলজার পরিচালিত ১৯৭২ সালের ছবি 'কোশিশ'-এর জন্য তিন দিন শ্যুটিং করার পর তাঁকে সরিয়ে জয়া বচ্চনকে আনা হয়। সেই ঘটনা মনে করে তিনি বলেন, 'আমি তিন দিন ধরে শ্যুটিং করি, এবং বুঝতে পারি যে তার মধ্যেই ম্যানিপুলেশন হয়ে গিয়েছিল... আমি উত্তেজিত হয়ে যাই, এবং বলি, 'তাহলে ওঁদের নিয়ে নিন'।' মৌসুমী চট্টোপাধ্যায়কে শেষ দেখা গিয়েছিল ২০১৫ সালের সুজিত সরকার পরিচালিত ছবি 'পিকু'তে। সেই ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন ও দীপিকা পাড়ুকোন।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।