(Source: ECI/ABP News/ABP Majha)
Mumbai Cruise Drug Case: আজই জামিনের আবেদন করবেন আরিয়ান খানের আইনজীবী
মাদক-যোগের অভিযোগে ক্রুজ পার্টি থেকে গতকাল গ্রেফতার করা হয়েছে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি (NCB) সূত্রের দাবি, লেন্স বাক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান।
মুম্বই: রবিবার মাদকযোগে গ্রেফতার করা হয় বলিউডের সুপারস্টার শাহরুখ-পুত্র আরিয়ান খানকে। তাঁর বিরুদ্ধে মাদক সেবন, কেনাবেচার ধারায় মামলা রুজু করা হয়। সূত্রের খবর, ক্রুজে তল্লাশি চালিয়ে ২১ গ্রাম চরস, ১৩ গ্রাম কোকেন, ২২টি এমডিএমএ (MDMA/ecstasy) ট্যাবলেট, ৫ গ্রাম এমডি (mephedrone) ড্রাগ ও ১ লক্ষ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
আরিয়ান খান, আরবাজ শেঠ মার্চেন্ট ও মুনমুন ধামেচাকে আজ পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। আজ দুপুরে তারকা-পুত্রের জামিনের শুনানি হওয়ার কথা। সূত্রের খবর, হেফাজতে নেওয়ার পর আরিয়ানের কাছে কিছুই পাওয়া যায়নি তাই তাঁকে কেবল মাদক সেবনের অভিযোগে আটক রাখা হয়। শোনা যাচ্ছে, সোমবার বম্বে হাইকোর্টে এনসিবিকে চ্যালেঞ্জ করতে পারেন আরিয়ান খানের আইনজীবী সতীশ মানশিন্ডে।
মাদক-যোগের অভিযোগে ক্রুজ পার্টি থেকে গতকাল গ্রেফতার করা হয়েছে শাহরুখ-পুত্র আরিয়ান খানকে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো বা এনসিবি (NCB) সূত্রের দাবি, লেন্স বাক্সে মাদক লুকিয়ে রেখেছিলেন আরিয়ান। শাহরুখ-পুত্র সহ ৩ জনের ফোন পাঠানো হয়েছে ফরেন্সিক পরীক্ষায়।
আরও পড়ুন: 'আমি শাহরুখের পাশে রয়েছি', ট্যুইট অভিনেত্রী পূজা ভট্টের
নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো সূত্রে খবর, শনিবার রাতে মুম্বই থেকে গোয়াগামী প্রমোদ তরী কর্ডেলিয়ায় বসেছিল রেভ পার্টি। সেখানে গিয়েছিলেন শাহরুখ-পুত্র আরিয়ান খান।
এনসিবি সূত্রের দাবি, ২৩ বছরের আরিয়ান দাবি করেছেন, তাঁকে ভিআইপি হিসেবে ক্রুজে আমন্ত্রণ জানানো হয়েছিল। প্রমোদ তরীর পার্টিতে যোগ দিতে একটা টাকাও দিতে হয়নি। আরিয়ানের দাবি, তাঁর নাম ব্যবহার করে আরও অনেককে আমন্ত্রণ জানানো হয় ওই পার্টিতে।
অন্যদিকে, মুম্বইয়ের তারকাদের মাদক-পাচার মামলায় সোমবার নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো এক মাদক ব্যবসায়ীকেও গ্রেফতার করেছে।