'আমি শাহরুখের পাশে রয়েছি', ট্যুইট অভিনেত্রী পূজা ভট্টের
রবিবার মাদকযোগে শাহরুখ-পুত্র আরিয়ান খানের একদিনের এনসিবি হেফাজতের খবর মেলে এএনআই সূত্রে। তাঁর হয়ে মামলা লড়ছেন আইনজীবী সতীশ মানশিন্ডে। মাদক-যোগে ধৃত অভিনেত্রী রিয়া চক্রবর্তীর হয়ে মামলা লড়েছিলেন তিনি।
মুম্বই: মাদকযোগে শাহরুখ-পুত্র আরিয়ান খানের গ্রেফতারির পর কিং খানের পাশে থাকার বার্তা দিলেন বলিউড অভিনেত্রী-চিত্রপরিচালক পূজা ভট্ট। পূজা ও শাহরুখ খান একসঙ্গে 'চাহত' ছবিতে কাজ করেছিলেন। ছবিটির পরিচালনায় ছিলেন মহেশ ভট্ট। ১৯৯৬ সালে মুক্তি পাওয়াা রোম্যান্টিক মিউজিক্যাল ড্রামা ঘরানার ছবিটিতে অভিনয় করেছিলেন নাসিরুদ্দিন শাহ, রামিয়া কৃশন ও অনুপম খের।
ট্যুইট করে কী লেখেন পূজা ভট্ট? (What Did Pooja Bhatt Tweet?)
'আমি তোমার পাশে আছি শাহরুখ। এমন নয় যে তোমার প্রয়োজন। কিন্তু আমি আছি। এই অবস্থাও কেটে যাবে,' নিজের ট্যুইটার হ্যান্ডলে লেখেন অভিনেত্রী। মুহূর্তে ভাইরাল হয়ে যায় তাঁর পোস্ট।
I stand in solidarity with you @iamsrk Not that you need it. But I do. This too, shall pass. 🙏
— Pooja Bhatt (@PoojaB1972) October 3, 2021
রবিবার মাদকযোগে শাহরুখ-পুত্র আরিয়ান খানের একদিনের এনসিবি হেফাজতের খবর মেলে এএনআই সূত্রে। আরিয়ানের বিরুদ্ধে নারকোটিক্স ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস অ্যাক্ট ১৯৮৫-র 8C, 20B ও 27 নম্বর ধারায়, মাদক সেবন, বিক্রি করা এবং নিষিদ্ধ পণ্য কেনার অভিযোগে মামলা রুজু করা হয়েছে।
রবিবার সন্ধেয় শাহরুখ-পুত্র সহ ৩ জনকে পেশ করা হয় মুম্বইয়ের কিলা কোর্টে। আরিয়ানের হয়ে মামলা লড়েন আইনজীবী সতীশ মানশিন্ডে। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর মামলায় মাদক-যোগে ধৃত অভিনেত্রী রিয়া চক্রবর্তীর হয়ে মামলা লড়েছিলেন তিনি।
আরও পড়ুন: Salman Khan Visits Mannat: মাদকযোগে গ্রেফতার শাহরুখ-পুত্র, মন্নতে এলেন সলমন খান
সূত্রের খবর অনুযায়ী শাহরুখ খান স্পেনে তাঁর পরবর্তী ছবি 'পাঠান'-এর শ্যুটিং করছিলেন দীপিকা পাড়ুকোনের সঙ্গে। তবে ছবির নির্মাতারা এখনও এই ব্যাপারে নিশ্চিত করে কিছু জানাননি।
আরও পড়ুন: 'চিকিৎসার সময় বাড়বে শুনে ওর মুখটা যন্ত্রণায় কুঁকড়ে যায়' ঐন্দ্রিলাকে নিয়ে লিখছেন সব্যসাচী