Murder By The Sea: পেশা বদলে এবার চিত্রগ্রাহক রূপঙ্কর, সঙ্গীতশিল্পী তৃণা, বই লিখছেন অনন্যা!
Murder By The Sea First Look: ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে অঞ্জন দত্তের ওয়েব সিরিজ মার্ডার বাই দ্য সি। আগামী মাসেই মুক্তি পাবে এই ছবি।
কলকাতা: কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ার দেওয়ালে মুখ ব্যাজার করে ছবি পোস্ট করছিলেন কিছু তারকারা। তাঁরা নাকি বাড়িতে বসে বিরক্ত হচ্ছে। কোথাও যাওয়ার জায়গাই নেই। এমনকি অনুরাগীদের কাছে প্রত্যেকেই প্রশ্ন রেখে ফেলেছিলেন, 'কোথায় যাওয়া যায় বলুন তো?' তবে সেই পোস্টের শেষে 'মার্ডার বাই দ্য সি' হ্যাশট্যাগ রহস্য বাড়াচ্ছিল বই কি!
অবশেষে সেই রহস্য উন্মোচন করল প্রযোজনা সংস্থা এসভিএফ (SVF)। 'হইচই'-এর (Hoichoi) ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে অঞ্জন দত্ত (Anjan Dutt)-এর ওয়েব সিরিজ মার্ডার বাই দ্য সি (Murder By The Sea)। আর এই ছবিতে যাঁরা যাঁরা অভিনয় করছেন, ব্যাগপত্র গুছিয়ে তাঁরা নাকি পাড়ি দিয়েছেন পুরীতে!
এই ধরণের পোস্ট নেহাতই প্রচারের চমক। তবে অঞ্জন দত্তের সিরিজে প্রত্যেকের লুক প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। এর আগে 'মার্ডার ইন দ্য হিলস' (Murder In The Hills)-এর কলাকুশলীরা প্রায় কেউই নেই এই সিরিজে। শোনা যাচ্ছে, নাম এক ধরণের হলেও এই গল্প সম্পূর্ণ আলাদা। 'মার্ডার ইন দ্য হিলস' -এর একমাত্র অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)- রয়েছেন 'মার্ডার বাই দ্য সি'-তে। তবে তাঁর চরিত্রের নাম ও পেশা সবই আলাদা। আর অবশ্যই পর্দায় দেখা যাবে অঞ্জন দত্ত (Anjan Dutt)-কে।
আরও পড়ুন: Ananya Panday: এই বলি তারকার সঙ্গে প্রেম করছিলেন অনন্যা? ফাঁস করলেন কর্ণ
এই দুই পরিচালক অভিনেতা ছাড়াও এই সিরিজে দেখা যাবে পায়েল সরকারকে (Paayel Sarkar)। তাঁর চরিত্রের নাম বিমলা মিশ্র। তিনি একজন মনোবিদের চরিত্রে অভিনয় করছেন। অঞ্জন দত্তের চরিত্রের নাম রাজা সেন। তাঁকে দেখা যাবে একজন পরিচালকের ভূমিকাতেই।
ছবিতে অভিনয় করছেন অর্জুন চক্রবর্তী, পর্দায় তাঁর নাম অর্জুন রায়। হোটেলের ব্যবসা রয়েছে তাঁর। অনন্যা চট্টোপাধ্যায় (Anannya Chatterjee)-কে দেখা যাবে একজন লেখিকার ভূমিকায়। পর্দায় তাঁর নাম অর্পিতা সেন। অভিনেতা সুপ্রভাত দাসকে (Suprabhat Das) দেখা যাবে সেক্রেটরির ভূমিকায়। তাঁর চরিত্রের নাম রমেন দাস।
অভিনেতা গায়ক রূপঙ্কর বাগচিকে (Rupankar Bagchi) দেখা যাবে একজন পেশাদার চিত্রগ্রাহকের ভূমিকায়। তাঁর চরিত্রের নাম অরুণ রায়। সুজয় নীল মুখোপাধ্যায় (Sujoy Neel Mukherjee)-কে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়। তাঁর চরিত্রের নাম বরুণ সামন্ত। অভিনেত্রী তৃণা সাহা (Trina Saha) অঞ্জন দত্তের সঙ্গে এই প্রথম কাজ করছেন। তাঁর চরিত্রের নাম রিনা দাস। একজন সঙ্গীতশিল্পীর ভূমিকায় দেখা যাবে তাঁকে।
আগামী মাসেই মুক্তি পাবে এই ছবি।