মুজফ্ফরপুর হোমে ধর্ষণ: সিস্টেমেই গলদ, স্বীকারোক্তি নীতীশের, সিবিআই তদন্তে নজর রাখতে রাজি হাইকোর্ট
![মুজফ্ফরপুর হোমে ধর্ষণ: সিস্টেমেই গলদ, স্বীকারোক্তি নীতীশের, সিবিআই তদন্তে নজর রাখতে রাজি হাইকোর্ট Muzaffarpur shelter home scandal: Nitish blames 'system', rejects demand for minister's resignation মুজফ্ফরপুর হোমে ধর্ষণ: সিস্টেমেই গলদ, স্বীকারোক্তি নীতীশের, সিবিআই তদন্তে নজর রাখতে রাজি হাইকোর্ট](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/20162456/kumarnitish-kjJG-621x414%40LiveMint-580x395.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
পটনা: সরকারি সাহায্যপ্রাপ্ত হোমে ৩৪ কিশোরী ও বালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগ ওঠার পর মুখ্যমন্ত্রী নীতীশ কুমার স্বীকার করলেন, গোটা সিস্টেমেই বড়সড় গলদ রয়েছে। যদিও, এই ঘটনার প্রেক্ষিতে সমাজকল্যাণ মন্ত্রী মঞ্জু ভার্মাকে বরখাস্ত করার যে দাবি তুলছে বিরোধীরা, তাকে নস্যাৎ করে দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, মুজফ্ফরপুর হোমে ধর্ষণকাণ্ড প্রধান অভিযুক্ত হিসেবে মঞ্জুর স্বামী ব্রজেশ কুমারের নাম প্রকাশ্যে আসা ইস্তক মন্ত্রীর দিকেও অভিযোগের আঙুল উঠতে শুরু করেছে। বলেছেন, যদি দেখা যায় মন্ত্রী সত্যিই দোষী, তাহলেই তাঁকে বরখাস্ত করার প্রশ্ন আসবে। শুধুমাত্র বিরোধীদের দাবি মেনে কোনও সিদ্ধান্ত নেওয়া হবে না।
নীতীশ যোগ করেন, রাজ্যের সমস্ত স্বেচ্ছাসেবী-পরিচালিত হোমগুলির দায়িত্ব নিজেদের হাতে তুলে নেবে প্রশাসন। এই মামলার তদন্ত ইতিমধ্যেই হাতে নিয়েছে সিবিআই। এদিন জানা গিয়েছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তদন্তে ওপর নজর রাখতে রাজি হয়েছে পটনা হাইকোর্ট।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)