Israel-Hamas War: ইজরায়েল-হামাস যুদ্ধে 'নৃশংসভাবে' খুন হলেন ভারতীয় অভিনেত্রীর বোন ও ভগ্নিপতি
Israel-Hamas War Update: সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন 'নাগিন' অভিনেত্রী মধুরা নায়েক। তাঁর তুতো বোন অর্ডায়া ও তাঁর স্বামীকে জঙ্গীরা নৃশংসভাবে হত্যা করেছে বলে জানান অভিনেত্রী।
নয়াদিল্লি: ইজরায়েল-হামাস সংঘর্ষে (Israel Palestine War) গাজা-সংলগ্ন এলাকায় মৃত্যুমিছিল। হামাসের বিরুদ্ধে অসংখ্য মানুষকে পণবন্দি করার অভিযোগ উঠেছে। গত কয়েকদিনে মৃত্যু হয়েছে ২৪০০-এর বেশি মানুষের। এই যুদ্ধে নিজের পরিবারের দুই সদস্যকে হারালেন ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মধুরা নায়েক (Madhura Naik)। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেই সেই খবর দেন অভিনেত্রী। তাঁর দাবি, অভিনেত্রীর বোন ও তাঁর স্বামীকে 'নৃশংসভাবে হত্যা করা হয়'।
ইজরায়েল-হামাস সংঘর্ষে পরিজনকে হারালেন ভারতীয় অভিনেত্রী
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন 'নাগিন' অভিনেত্রী মধুরা নায়েক। তাঁর তুতো বোন অর্ডায়া ও তাঁর স্বামীকে জঙ্গীরা নৃশংসভাবে হত্যা করেছে বলে জানান অভিনেত্রী। তাঁর কথা অনুযায়ী সেখানে উপস্থিত ছিলেন অর্ডায়ার দুই সন্তানও।
মধুরা পোস্টে জানান, ইজরায়েলেই দুই সন্তানের উপস্থিতিতে জঙ্গীরা মেরে ফেলেন তাঁর বোন ও ভগ্নিপতিকে। তিনি ভিডিও পোস্ট করে ক্যাপশনে লেখেন, 'অ্যাম ইজরায়েলি চাই। আই স্ট্যান্ড উইথ ইজরায়েল। এছাড়াও ইজরায়েল = প্যালেস্তাইন দ্বারা অধিকৃত, অন্যভাবে নয়। যাঁদের জ্ঞান বা ইতিহাসের অভাব রয়েছে তাঁরা খ্রীষ্টপূর্ব ৫৬০-এ ফিরে যান!' তিনি ভিডিওয় বলেন, 'আজ আমি এবং আমার পরিবার যে দুঃখ এবং আবেগের মুখোমুখি হয়েছি তা ভাষায় প্রকাশ করা যায় না। আজকে ইজরায়েল কষ্টে রয়েছে। তার শিশু, তার মহিলা এবং তার রাস্তাগুলি হামাসের ক্রোধের আগুনে জ্বলছে। নারীরা, শিশু, বৃদ্ধ এবং দুর্বলদের লক্ষ্যবস্তু করা হচ্ছে'।
View this post on Instagram
যুদ্ধের প্রেক্ষাপট
রাশিয়া-ইউক্রেন রেষারেষির মধ্যে এবার ইজরায়েল-হামাসের মুখোমুখি সংঘাতে রক্তগঙ্গা! সময় যত গড়াচ্ছে ততই ঘোরাল হচ্ছে যুদ্ধ পরিস্থিতি। হামাস বাহিনীর লাগাতার হামলায় ক্ষতবিক্ষত ইজরায়েল। পাল্টা গাজায় শরণার্থী শিবিরে নির্বিচারে বোমা বর্ষণের অভিযোগ উঠল ইজরায়েলের বায়ুসেনার বিরুদ্ধে। দু'পক্ষের সংঘর্ষে লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা।
আরও পড়ুন: Israel Palestine War: 'ফওদা'-র ডোরন এখন বাস্তবেও যুদ্ধক্ষেত্রে, ২ পরিবারকে মুক্ত করতে প্রাণের ঝুঁকি অভিনেতার
ইতিমধ্যেই উত্তর ইজরায়েলেও বাজতে শুরু করেছে সাইরেন। মিসাইল হানার আশঙ্কা। প্রধানমন্ত্রী মোদির মতো নেতার পাশে দাঁড়ানো অনেকটা ভরসা জোগাবে, বলছেন ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত কোব্বি সোসানি। গাজায় ইজরায়েলের হামলায় মৃত্যু হয়েছে ৪ প্যালেস্তাইনের সাংবাদিকের। ব্যবস্থা নিক ভারত, গাজায় ইজরায়েলের আক্রমণ প্রসঙ্গে বার্তা প্যালেস্তাইনের দূতের। এই পরিস্থিতিতে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছে ভারত-সহ বিভিন্ন দেশ। নেতানিয়াহু সরকারকে শক্তি যোগাতে রণতরি পাঠাল আমেরিকাও।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন