Nabanita-Jeetu: নবনীতার হাতে বিয়ের চিহ্ন, কাজে ডুবে জিতু, বিচ্ছেদ নিয়ে জল্পনা জারি অনুরাগীদের মধ্যে
Nabanita Jeetu Relation: বিচ্ছেদের বিষয়ে নতুন করে কিছু জানাতে চাননি অভিনেতা অভিনেত্রী। তাঁরা ব্যস্ত নিজেদের কাছে। একটি ধারাবাহিকের মুখ্যভূমিকায় দেখা যাচ্ছে নবনীতাকে
কলকাতা: তাঁদের সম্পর্ক কোন পর্যায়ে দাঁড়িয়ে রয়েছে, তার স্পষ্ট উত্তর জানেন না কেউই। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় দুজনেই, কাজেও ব্যস্ত। সত্যিই কি বিচ্ছেদ নাকি আলাদা হলে নিজেদের আরও কিছুটা সময় দিতে চাইছেন জিতু কমল (Jeetu Kamal) ও নবনীতা দাস (Nabanita Das)?
সম্প্রতি সোশ্যাল মিডিয়া পোস্ট করে নিজেদের বৈবাহিক সম্পর্কে ইতি টানার ঘোষণা করেছিলেন নবনীতা। এবিষয়ে জিতু অবশ্য মন্তব্য করেননি কোনও। নবনীতাই জানিয়েছেন, আপাতত তাঁরা আলাদা থাকছেন, সময় পেরোলে নিয়মমাফিক আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন তাঁরা। তবে এবিষয়ে কোনও মন্তব্য করতে চাননি জিতু। একাধিকবার যোগাযোগ করা হলেও, তিনি এবিষয়ে মুখ খুলতে নারাজ থেকেছেন। জানিয়েছেন, নবনীতা সম্পর্কে কোনও খারাপ কথা তিনি বলবেন না এমনকি কোনও অভিযোগও করবেন না।
অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় হামেশাই ছবি শেয়ার করে নিচ্ছেন নবনীতা। সেখানে যেমন রয়েছে পুরনো সফরে যাওয়ার ছবি, তেমন রয়েছে নতুন ছবিও। তবে সদ্য নবনীতা যে ছবি শেয়ার করেছেন, সেখানে তাঁর হাতে ছিল পলা। শাঁখা-পলা বৈবাহিক সম্পর্কেরই চিহ্ন। আর সেই ছবি দেখে অনেকে লিখেছেন, 'হাতে লাল পলা, তোমাদের ডিভোর্সটা বাতিল হয়ে গেলেই ভাল হয়।'
View this post on Instagram
তবে বিচ্ছেদের বিষয়ে নতুন করে কিছু জানাতে চাননি অভিনেতা অভিনেত্রী। তাঁরা ব্যস্ত নিজেদের কাছে। একটি ধারাবাহিকের মুখ্যভূমিকায় দেখা যাচ্ছে নবনীতাকে। অন্যদিকে একের পর এক ছবির কাজে ব্যস্ত জিতু। সোশ্যাল মিডিয়ায় হামেশাই নতুন ছবি শেয়ার করে নেন জিতু। সেখানে মনখারাপের ছোঁয়া থাকলেও, প্রেমের সম্পর্কের কথা নেই।
View this post on Instagram
এর আগে, এবিপি লাইভকে দেওয়া সাক্ষাৎকারে নিজেদের সম্পর্ক নিয়ে নবনীতা বলেছিলেন, 'আমরা মিলিতভাবেই ঠিক করেছিলাম, আর এই সম্পর্কটা বয়ে নিয়ে যাওয়া অর্থহীন। আমরা কখনও চাই না একে অপরকে নিয়ে বিরুপ মন্তব্য করতে। আমাদের একে অপরের জন্য সম্মানটা রয়েছে। ও ওর ভাষায় লিখেছে, আমি আমার ভাষায় লিখেছি। দেখা হলে যেন কথাবার্তাটুকু বজায় থাকে। যেটা ভালভাবে শুরু হয়েছিল, যেটা ভালভাবে শেষ হলে ওর, আমার দুজনেরই ভাল। ওর জন্য যা যা ভাল হয়েছে আমার জীবনে, কখোনোই অস্বীকার করব না।'
Ayushmann Khurrana: আয়ুষ্মান মনে করালেন 'চাচি ৪২০', 'ড্রিম গার্ল'-কে দেখে চেনা দায়!