Naga Chaitanya and Sobhita Dhulipala: নয়নতারা-ভিগ্নেশের পথেই হাঁটলেন নাগা চৈতন্য ও শোভিতা! বিশেষ এই কাজটি করা হবে বিয়েতে
Naga Chaitanya Sobhita Dhulipala: ৪ ডিসেম্বর সাত পারে বাঁধা পড়তে চলেছেন নাগা চৈতন্য় ও শোভিতা ধূলিপালা
কলকাতা: নয়নতারা ও ভিগ্নেশ শিবানের পথেই হাঁটতে চলেছেন নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালা (Naga Chaitanya and Sobhita Dhulipala)। শোনা যাচ্ছেন নিজেদের বিয়েতে বিশেষ এই পদক্ষেপ নিতে চলেছেন তাঁরা। এর নেপথ্যে রয়েছেন নাগা চৈতন্যের বাবা নাগার্জুন আক্কিনেনি! তিনিই নাকি ছেলের বিয়ের জন্য বিশেষ এই ব্যবস্থা করতে চলেছেন! কী সেই বিশেষ ব্যবস্থা?
৪ ডিসেম্বর সাত পারে বাঁধা পড়তে চলেছেন নাগা চৈতন্য় ও শোভিতা ধূলিপালা। হায়দরাবাদে বসতে চলেছে তাঁদের বিয়ের আসর। শোনা যাচ্ছে, হায়দরাবাদেই সাত পাকে বাঁধা পড়বেন তাঁরা। অন্নপূর্ণা স্টুডিওতে বসবে তাঁদের বিয়ের আসর। তবে এই সমস্ত কিছু নিয়ে একেবারে মুখে কুপুল এঁটেছেন নাগা ও শোভিতা। আর তাই, অন্নপূর্ণা স্টুডিও-র পাশাপাশি উঠে আসছে আরও চার পাঁচটা জায়গার নাম। অন্যদিকে এই অন্নপূর্ণা স্টুডিওই আক্কাইনেনি পরিবারের সঙ্গে জড়িত। নাগা চৈতন্যের সূত্রের খবর, তিনি ঠাকুর্দার আশীর্বাদ নিয়েই নতুন জীবন শুরু করতে চান। এই স্টুডিওর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক স্মৃতি। সেই কারণেই নাকি এখানেই বিয়ের আসর বসাবে নাগা চৈতন্য ও শোভিতা ধূলিপালার।
ইতিমধ্যেই শোনা যাচ্ছে নাগার্জুন আক্কিনেনি কথা বলে রেখেছেন ওটিটি প্ল্যাটফর্মগুলির সঙ্গে। সেই তালিকায় রয়েছে নেটফ্লিক্সও। নাগার্জুনের ইচ্ছে অনুযায়ী নাগা চৈতন্যর শোভিতা ধূলিপালার সঙ্গে বিবাহ ডকুমেন্টেড থাকবে ওটিটি প্ল্যাটফর্মে। বিয়ের সমস্ত মুহূর্তকে অক্ষয় করে রাখা আর সেটা সাধারণ মানুষদের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগ্যের একমাত্র উদ্দেশ্য। প্রসঙ্গত, এই পথে হেঁটেছিলেন নয়নতারা ও ভিগ্নেশও। তাঁদের বিয়েও ডকুমেন্টেটড করে রাখা হয়েছিল। পরবর্তীতে সেই ভিডিও ও তার সঙ্গে আরও কিছু ফুটেজ জুড়ে যোগ করা হয় ও তৈরি হয় একটি বিশেষ তথ্যচিত্র। নয়নতারার জীবনের ওপর যে তথ্যচিত্র তৈরি হয়েছে তার অধিকাংশতেই দেখানো হয়েছে নয়নতারার বিবাহকে।
প্রসঙ্গত, ২০২১ সালে সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে যায় নাগা চৈতন্য়ের। মাত্র ৪ বছরের দাম্পত্য ছিল তাঁদের, এর মধ্যেই তৈরি হয়েছিল বিভিন্ন জটিলতা। অবশেষে তাঁরা বিচ্ছেদের পথে হাঁটেন। সোশ্যাল মিডিয়ায় নিজেদের বিবাহ-বিচ্ছেদের খবর ঘোষণা করেছিলেন তাঁরা। শোনা যায়, সামান্থার সঙ্গে সম্পর্কে থাকাকালীনই শোভিতার সঙ্গে সম্পর্কে জড়ান নাগা চৈতন্য। যদিও সেই সময়ে সম্পর্কের কথা বলেননি তাঁরা। নিজেদের সম্পর্ক নিয়ে সিলমোহর পড়ার আগে, নিজেদের সম্পর্ক নিয়ে মুখ খোলেননি তাঁরা।
আরও পড়ুন: Sonakshi Sinha: 'দবং'-এ অভিনয় ছিল শুধুই সমঝোতা? কাজটা নাকি করতেই চাননি সোনাক্ষী?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।