Nagarjuna on Sobhita: 'তুমি আমাদের জীবনে ইতিমধ্যেই খুশি বয়ে এনেছো', পুত্রবধূ শোভিতাকে আশীর্বাদ নাগার্জুনের
Nagarjuna on Naga and Sobhita: গতকাল অর্থাৎ ৪ ডিসেম্বর অন্নপূর্ণা স্টুডিওতে সাত পাকে বাঁধা পড়েন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। সাদা ও সোনালি সাবেকি সাজে সেজেছিলেন তাঁরা।
কলকাতা: জীবনের নতুন অধ্যায় শুরু করলেন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা (Naga Chaitanya and Sobhita Dhulipala)। সাদা-সোনালী পোশাকে শুরু করলেন নতুন জীবন। আর ছেলে আর ছেলের বউয়ের জন্য ভালবাসা মাখা বার্তা পাঠালেন বাবা নাগার্জুন আক্কিনেনি (Nagarjuna Akkineni)। অবশ্য এই প্রথম নয়, এর আগে থেকেই শোভিতার সঙ্গে নাগার্জুন আক্কিনেনির সম্পর্ক খুব ভাল। হামেশাই বিভিন্ন ক্লিপিংসে দেখা যায় নাগার্জুন ও শোভিতার মধ্যে সম্পর্ক খুব ভাল। আর এবার, সোশ্যাল মিডিয়ায় নাগার্জুন আক্কিনেনি ও শোভিতার বিয়ের ছবি শেয়ার করে বিশেষ বার্তা দিলেন নাগার্জুন।
তিনি সোশ্যাল মিডিয়ায় লিখছেন, 'শোভিতা আর ছায় জীবনের নতুন, সুন্দর একটা অধ্যায় শুরু করছে। আর ওদের দুজনকে একসঙ্গে নতুন জীবন শুরু করতে দেখা আমার কাছে খুব আবেগপ্রবণ আর ভালবাসার। আমার প্রিয় ছায়, তোমায় শুভেচ্ছা.. আর শোভিতা, আমাদের পরিবারে তোমায় স্বাগত। তুমি তো ইতিমধ্যেই আমাদের জীবনে প্রচুর খুশি, প্রচুর আনন্দ নিয়ে এসেছো। এই উদযাপনের তো বিশেষ অর্থ রয়েছে। এটা আমার বাবার শতবর্ষ পূরণের বছর। সবার আশীর্বাদ নিয়েই আজকের উদযাপন। আশা করছি ওদের ভালবাসা জীবনের প্রত্যেক পদে একই রকম থাকবে বরং আরও বাড়বে। ওদের আশীর্বাদ করার জন্য, ভালবাসার জন্য সবাইকে হৃদয় থেকে ধন্যবাদ।'
প্রসঙ্গত, গতকাল অর্থাৎ ৪ ডিসেম্বর অন্নপূর্ণা স্টুডিওতে সাত পাকে বাঁধা পড়েন নাগা চৈতন্য ও শোভিতা ধুলিপালা। সাদা ও সোনালি সাবেকি সাজে সেজেছিলেন তাঁরা। ভারি গয়না পরেছিলেন শোভিতা। সোশ্যাল মিডিয়ায় নাগার্জুন প্রকাশ্যে এসেছে তাঁদের ছবি। ট্র্যাডিশনার ধুতিতে সেজেছেন নাগা চৈতন্য। অন্যদিকে শোভিতা পরেছেন সোনার জরিতে বোনা কাঞ্জিভরম শাড়ি। সঙ্গে দক্ষিণ ভারতের বিখ্যাত টেম্পল জুয়েলারি। অভিনেত্রী পরেছেন চওড়া মাথাপট্টিও। ছবিতে দেখা গিয়েছে খোঁপায় জড়ানো মোটা ফুলের মালা।
Watching Sobhita and Chay begin this beautiful chapter together has been a special and emotional moment for me. 🌸💫 Congratulations to my beloved Chay, and welcome to the family dear Sobhita—you’ve already brought so much happiness into our lives. 💐
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) December 4, 2024
This celebration holds… pic.twitter.com/oBy83Q9qNm
আরও পড়ুন: Salman Khan: সলমন খানের শ্যুটিং সেটে ঢুকে পড়ে লরেন্স বিষ্ণোইয়ের নাম ধরে হুমকি! গ্রেফতার ১
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।