Nandita Roy Birthday: পরিচালক নন্দিতা রায়ের জন্মদিনে 'বিগ বস'-কে শুভেচ্ছা শিবপ্রসাদের
Nandita Roy Birthday: বাংলা থেকে হিন্দি, একসঙ্গে হাতে হাত মিলিয়ে বহু ছবির কাজ করে ফেলেছেন শিবপ্রসাদ নন্দিতা। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শিবপ্রসাদ। সাদায় কালোয় সম্ভবত শান্তিনিকেতনে শ্যুটিংয়ের সময় তোলা নন্দিতা রায়ের একটি ছবি। ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন বিগ বস।'
কলকাতা: সাদা কালো ছবিতে জন্মদিনের রঙিন শুভেচ্ছা। সোশ্যাল মিডিয়ায় নন্দিতা রায়কে জন্মদিনের শুভেচ্ছা জানালেন শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় (Shibproshad Mukherjee)। আজ পরিচালক নন্দিতা রায়ের (Nandita Roy) জন্মদিন।
বাংলা থেকে হিন্দি, একসঙ্গে হাতে হাত মিলিয়ে বহু ছবির কাজ করে ফেলেছেন শিবপ্রসাদ নন্দিতা। আজ সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন শিবপ্রসাদ। সাদায় কালোয় সম্ভবত শান্তিনিকেতনে শ্যুটিংয়ের সময় তোলা নন্দিতা রায়ের একটি ছবি। ক্যাপশনে লেখেন, 'শুভ জন্মদিন বিগ বস।' এরপর তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন একটি ছোট্ট ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, জয়া আহসান, অপরাজিতা আঢ্য, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৌমিত্র চট্টোপাধ্যায়, মানালি দে, লিলি চক্রবর্তীর মত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে। প্রযোজনা সংস্থার তরফ থেকেও তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়েছে। ভিডিওতে লেখা হয়েছে, 'যাঁর পরিচালনায় আমাদের স্বপ্নগুলো উড়ান পায়'।
আরও পড়ুন: অবশেষে রণবীর-আলিয়ার বিয়ের দিনক্ষণ জানা গেল
নন্দিতা-শিবপ্রসাদের নতুন ছবি
সদ্য নতুন ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’-র শ্যুটিং শেষ করেছেন শিবপ্রসাদ-নন্দিতা। ২০১৭ সালে ‘পোস্ত’ (Posto) ছবির স্বাদে মজেছিলেন বাংলার দর্শক। সৌমিত্র চট্টোপাধ্যায়, মিমি চক্রবর্তী, যিশু সেনগুপ্ত, পরান বন্দ্যোপাধ্যায়ের রসায়ন বক্স অফিসেও লক্ষ্মীলাভ করেছিল। ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’-তে মিমি ছাড়া বাকি সবাই মুম্বইয়ের অভিনেতা-অভিনেত্রী। এই ছবির হাত ধরেই হিন্দি ছবিতে জগতে পা রেখেছেন সাংসদ-অভিনেত্রী মিমি। তিনি ছাড়াও এই ছবিতে দেখা যাবে পরেশ রাওয়াল, নীনা কুলকার্নি, অম্রুতা সুভাষ, শিব পণ্ডিতের মতো তাবড় তাবড় শিল্পীদের।
উইন্ডোজ-এর রীতিতেই ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’ আদ্যোপান্ত পারিবারিক ছবি। শোনা যাচ্ছে, বাংলা ছবি 'পোস্ত'-রই রিমেক ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। হিন্দিতে পোস্তর ভূমিকায় যে একরত্তি অভিনয় করেছে, তাকেও দেখা গেল শিবপ্রসাদের কোলে। একরত্তির নাম কবীর পওয়া। সেও এই প্রথম পা রাখল রুপোলি পর্দায়।
নতুন ছবিতে মিমি ছাড়া সবাই হিন্দিভাষী অভিনেতা অভিনেত্রী। উইন্ডোজ প্রোডাকশনস (Windows) এবং ভায়াকম ১৮-এর যৌথ প্রযোজনায় তৈরি হল নতুন হিন্দি ছবি ‘শাস্ত্রী বিরুদ্ধ শাস্ত্রী’। সম্প্রতি ভায়াকম ১৮-এর তরফ থেকে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করে জানানো হয় ছবির শ্যুটিং শেষ হওয়ার বার্তা। ছবির ফ্রেমে যেমন ছিলেন পরিচালকদ্বয় শিবপ্রসাদ ও নন্দিতা, তেমনই ছিলেন মিমি চক্রবর্তী ও পরেশ পাওয়ালও। প্রযোজনা সংস্থার তরফ থেকে আলাদা করে উল্লেখ করা হয় পরেশ রাওয়ালের নামও।