এক্সপ্লোর
Advertisement
স্বজনপোষণ বিতর্ক: আইফা মঞ্চে কঙ্গনাকে খোঁচা দেওয়ায় নেটিজেনদের নিশানায় কর্ণ, বরুণ, সেফ
মুম্বই: বলিউডে স্বজনপোষণের অস্তিত্ব! এই বিতর্ক যেন শেষ হয়েও হচ্ছে না। প্রথম শুরু কফি উইথ কর্ণের শোয়ে। কঙ্গনা রানাউতের নিশানায় ছিলেন শোয়ের হোস্ট প্রযোজক-পরিচালক কর্ণ জোহর। তাঁকে বলিউডে স্বজনপোষণের ধারক-বাহক বলে তোপ দাগেন অভিনেত্রী। তারপর বহুদিন কেটে গেলেও বিতর্ক থামেনি। না না ভাবে নিজের মন্তব্যের জন্যে পাল্টা আক্রমণের মুখে পড়তে হয়েছে কঙ্গনাকে। ফের আবার সেই বিতর্ক তাজা হয়ে উঠেছে সম্প্রতি নিউইয়র্কে অনুষ্ঠিত হওয়া আইফা-র মঞ্চে কঙ্গনাকে স্বজনপোষণ প্রসঙ্গে কর্ণ, বরুন ধওয়ান এবং সেফ আলি খানের খোঁচা দেওয়া নিয়ে।
তবে সেই খোঁচার জবাব অভিনেত্রী এখনও না দিলেও, নেটিজেনরা কিন্তু ছাড়েননি কর্ণ-বরুণ এবং সেফকে। টুইটারাইটারা আইফা মঞ্চে করা এই ত্রয়ীর বক্তব্যকে ‘হতাশজনক’ বলেও মন্তব্য করেছেন।
আইফা-র মঞ্চে তখন সঞ্চালনা করছিলেন কর্ণ-সেফ। সেসময় ‘ঢিশুম’ ছবিতে কমিক চরিত্রে অসাধারণ অভিনয়ের জন্যে এই বিভাগে শ্রেষ্ঠত্বের সম্মান নিতে মঞ্চে আসেন বরুণ। তখনই স্বজনপোষণ বিতর্ককে খুঁচিয়ে সেফ মজা করে বরুণকে বলেন, ‘তুমি ইন্ডাস্ট্রিতে সুযোগ পাচ্ছ, নিজের জায়গা করেছ তোমার বাবা ডেভিড ধওয়ানের জন্যে’। তখনই বরুণ পাল্টা বলেন, ‘তুমি এখানে পৌঁছেছ তোমার মায়ের জন্যে’। কিংবদন্তী অভিনেত্রী শর্মিলা ঠাকুরের সন্তান সেফ। সঙ্গে সঙ্গে তাঁদের এই ঠাট্টা তামাশায় বাড়তি মাত্রা যোগ করতে কর্ণ বলেন, ‘আমি এখানে পৌঁছেছি আমার বাবা যশ জোহরের জন্যে’। তারপরই এই ত্রয়ী সমবেত হয়ে বলেন, ‘নেপোটিজম রকস’।
এরপরই টুইটারাইটদের তোপের মুখে পড়েন এই তিন তারকা। কঙ্গনার অনুপস্থিতিতে তাঁর মন্তব্যকে নিয়ে এভাবে ঠাট্টা-তামাশা মোটেই ভাল ভাবে নেননি নেটিজেনরা। কড়া সমালোচনায় সামিল হয়েছেন কংগ্রেস নেতা অভিষেক মানু সিঙভি এবং এআইবি-র সদস্য তন্ময় ভট্টও।
দেখুন নেটিজেনদের কয়েকটি টুইট
I'd like to see the likes of Karan Johar, Saif & Varun Dhawan try their Nepotism humor when Kangana is in their presence. #IIFA
— Abhishek Singhvi (@DrAMSinghvi) July 17, 2017
#KanganaRanaut Rocks👌👌 #nepotismrocks brigade still feeling d blisters frm d burning words frm her 😂 Saif n Varun falls prey to their boss
— Manjula Nair (@manjnair) July 17, 2017
#nepotismrocks @karanjohar @SaifOnline @Varun_dvn = nothing but a bunch of bullies.
— taniaahmed (@taniaahmed) July 17, 2017
#nepotismrocks may I introduce you the bullies of the years ⬇️⬇️⬇️⬇️⬇️⬇️ #VarunDhawan #KaranJohar #SaifAliKhan pic.twitter.com/XKwHp3Ff55
— Haitiangirl509 (@bibi509a) July 17, 2017
#KanganaRanaut got 3 national awards.And look who these 3 idiots are mocking.It's sarcastic itself. @Varun_dvn #IIFA2017 #nepotismrocks
— Priyanka Singh (@imPriyanka13) July 17, 2017
#nepotismrocks = failures like #SaifAliKhan #VarunDhawan #karanjohar and Self Made= successful like #KanganaRanaut
— Ayesha Moraes (@moraes_ayesha) July 17, 2017
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
শিক্ষা
জেলার
খবর
Advertisement