Tollywood New Film: এক লেখকের জীবনের 'অপ্রকাশিত' গল্প বলতে বড়পর্দায় জয়,আরিয়ান, দেবলীনা
New Bengali Film: এই ছবির গল্প এক লেখককে ঘিরে। প্রখ্যাত সাহিত্যিক অমিত দত্ত হঠাৎই এক সমালোচনার মুখে পড়েন। পাঠক মহলে এই সাহিত্যিক বেশ জনপ্রিয়।
কলকাতা: এই গল্প এক লেখকের জীবনের। তাঁর প্রচুর খ্যাতি, যশ সবকিছুই রয়েছে। কিন্তু হঠাৎ তিনি জড়িয়ে পড়েন একটি চক্রান্তে। কিন্তু চক্রান্ত একটি নয়, একের পর এক বিশ্বাসঘাতকতার শিকার হতে থাকেন এই লেখক। তোলপাড় হয়ে যায় তাঁর ব্যক্তিগত জীবন। এই প্রেক্ষাপটেই আসছে নতুন ছবি 'অপ্রকাশিত'। অভিনয়ে জয় সেনগুপ্ত (Joy Sengupta), আরিয়ান ভৌমিক (Aryann Bhowmik), দেবলীনা দত্ত (Deboleena Dutta), লামা হালদার, রানা বসু ঠাকুর ও বুদ্ধদেব ভট্টাচার্য্য। ৬ তারিখ, শুক্রবার বড়পর্দায় মুক্তি পাওয়ার কথা এই ছবির। ছবিটির পরিচালক সোহম আচার্য্য। স্বর্ণালী আচার্য্যের প্রযোজনায় মুক্তি পেতে চলেছে এই ছবিটি।
এই ছবির গল্প এক লেখককে ঘিরে। প্রখ্যাত সাহিত্যিক অমিত দত্ত হঠাৎই এক সমালোচনার মুখে পড়েন। পাঠক মহলে এই সাহিত্যিক বেশ জনপ্রিয়। কিন্তু হঠাৎই তাঁর ওপর অভিযোগ আসে, তিনি নাকি অন্যের লেখা নিজের নামে চালান। তাঁর প্রতি অভিযোগ, তাঁর দুই দশকের খ্যাতির আড়ালে নাকি লুকিয়ে রয়েছে জঘন্য এক অপরাধ। এবং তা হল অন্য কারোও লেখা নিজের নামে চালানোর। জানা যায়, গুটিকয়েক সাংবাদিক ও অমিত দত্তের প্রাক্তন স্ত্রী ষড়যন্ত্র করে নাকি এই প্রচার করাচ্ছেন।
এরপরে, এক নবীন সাংবাদিকের পরামর্শে, নিজের জীবনী লিখতে শুরু করেন অমিত। কিন্তু বিপদ সেখানেও, ওই নবীন সাংবাদিই নোট করতে অমিতের জীবনী। তার জীবনের পুরস্কার পাওয়ার কথা থেকে শুরু করে একাধিক খ্যাতির গল্প সবই বলতে থাকেন অমিত। কিন্তু যখন সেই জীবনী প্রকাশিত হয়, অমিত বুঝতে পারেন, এ তাঁর আসল জীবনী নয়। নবীন ওই সাংবাদিক তাঁকে একটি খল চরিত্র হিসেবে সবার সামনে তুলে ধরেছেন।
অন্যদিকে, একটি শিশুহত্যার অভিযোগে অমিত দত্তের যাবজ্জীবন কারাদণ্ড হয়। অমিত কী পারবে এই সমস্ত প্রতিশোধ নিতে? আর কী সম্ভব লেখক হিসেবে তাঁর খ্যাতি ফিরে পাওয়া? সেই গল্পই উঠে আসবে নতুন সিনেমা 'অপ্রকাশিত'-তে। এক লেখকের জীবনের অপ্রকাশিত গল্প বলবে নতুন এই ছবি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।