Indrani: কবে, কখন দেখা যাবে নতুন বাংলা সিরিয়াল 'ইন্দ্রাণী', প্রকাশ্যে ধারাবাহিকের টাইটেল ট্র্যাক
Bengali Serial Indrani: 'সমাজের চেনা ছক ভেঙে অন্য এক প্রেমের গল্প বলতে আসছে 'ইন্দ্রাণী'।
কলকাতা: বেশ কিছুদিন ধরেই জানা যাচ্ছিল, ছোট পর্দায় শুরু হতে চলেছে নতুন ধারাবাহিক 'ইন্দ্রাণী' (Indrani)। নাম ভূমিকায় এই ধারাবাহিকে অভিনয় করছেন অঙ্কিতা চক্রবর্তী (Ankita Chakraborty)। এর আগে অঙ্কিতাকে একাধিক ধারাবাহিকের মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে। মাঝে কিছুটা বিরতি নিয়ে ফের ধারাবাহিকের মুখ্য চরিত্রে ফিরছেন তিনি। তবে, এবার গল্প একেবারে অন্য ধারায় বইবে।
অসমবয়সী প্রেমের গল্প নিয়ে ছবি কিংবা ধারাবাহিক এর আগেও তৈরি হয়েছে। বর্তমাণে ছোট পর্দার একটি জনপ্রিয় ধারাবাহিক 'গোধূলি আলাপ'-এও অসমবয়সী প্রেম দেখানো হচ্ছে। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করছেন কৌশিক সেন। কিন্তু 'ইন্দ্রাণী' ধারাবাহিকের গল্প বইবে অন্য খাতে। এখানে দেখানো হবে ছেলেটির থেকে মেয়েটি বয়সে অনেকটা বড়। এমনকি তাঁর একটি সন্তানও রয়েছে। এমন ছক ভাঙা প্রেমের গল্প নিয়েই আগামী ১৮ জুলাই থেকে সম্প্রচারিত হবে 'ইন্দ্রাণী'। তার আগে ধারাবাহিকের টাইটেল ট্র্যাক (Indrani Title Track) মুক্তি পেল।
'ইন্দ্রাণী' ধারাবাহিকের টাইটেল ট্র্যাক-
সম্প্রতি সম্প্রচারিত চ্যানেলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছে তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে। ভিডিওটি 'ইন্দ্রাণী' ধারাবাহিকের টাইটেল ট্র্যাক। সেটি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, 'সমাজের চেনা ছক ভেঙে অন্য এক প্রেমের গল্প বলতে আসছে 'ইন্দ্রাণী'।
আরও পড়ুন - Akshay Kumar on Politics: কবে রাজনীতিতে আসছেন? অবশেষে দিনক্ষণ জানিয়ে দিলেন অক্ষয় কুমার
প্রসঙ্গত, 'ইন্দ্রাণী' ধারাবাহিকের যে প্রোমো ইতিমধ্যেই প্রকাশ হয়েছে নেট দুনিয়ায়। তাতে দেখা যাচ্ছে, মুখ্য চরিত্রে অভিনয় করা 'ইন্দ্রাণী'র ব্যক্তিগত জীবন একেবারেই সুখের নয়। তার স্বামী তার সঙ্গে থাকে না। উল্টে সে থাকে তার শ্বশুরবাড়ির সঙ্গে। মূলত সে-ই তার শ্বশুরবাড়ির একমাত্র রোজগেরে। একার কাঁধে সংসার টানতে হয়। রয়েছে তার এক সন্তানও। ব্যক্তিগত জীবনের জন্য নানা কটু মন্তব্যও শুনতে হয় তাকে। কিন্তু নিজের লক্ষ্যে অবিচল 'ইন্দ্রাণী'। তার প্রেমে পড়ে তার থেকে অনেক কম বয়সী একটি ছেলে। যে কিনা আবার হাসপাতালের মালিকের নাতি। এই অসমবয়সী প্রেম কি পূর্ণতা পাবে? সমাজ কোন চোখে দেখবে? সব কিছু জানতে চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায়। 'ইন্দ্রাণী' শুরু হচ্ছে আগামী ১৮ জুলাই থেকে। দেখা যাবে প্রতিদিন রাত ৮টায় কালার্স বাংলায়।